ভাবতে হবে কারা দেশের উন্নয়নের পথে বাধা: র‌্যাব ডিজি

Home Page » জাতীয় » ভাবতে হবে কারা দেশের উন্নয়নের পথে বাধা: র‌্যাব ডিজি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০১৫



2644.jpgবঙ্গনিউজ ডটকম ঢাকা: জঙ্গিবাদীরাই দেশে অরাজকতা তৈরি করেছে জানিয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, আজকে আমাদের দেখতে হবে কারা দেশের উন্নয়নের পথে বাধা।

তিনি বলেছেন, আজকে সময় এসেছে জঙ্গিবাদ দমনে ঐক্যবদ্ধ হওয়ার।

দেশের প্রধান চ্যালেঞ্জ সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন বেনজীর।

বৃহস্পতিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আজকে যারা সন্ত্রাস করছে, ভীতিজনক পরিস্থিতি তৈরি করছে, বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে বাস পুড়ছে, মানুষকে পুড়িয়ে মারছে তাদের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক থাকা স্বাভাবিক।

আজকে আমাদের দেখতে হবে, ভাবতে হবে কারা দেশের উন্নয়নের পথে বাধা? কারা শৃঙ্খলা নষ্ট করছে।

তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীন দেশ আমরা পেয়েছি সে দেশকে আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদী দেশে পরিণত হতে দিতে পারি না।

র‌্যাবের ব্যাটালিয়ন বাড়ানো হবে কিনা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় ও প্রেক্ষাপট অনুযায়ী র‌্যাবের কাজের পরিধি ও পরিসর বেড়েছে। তবে একটি এলিট ফোর্স হিসেবে র‌্যাবের পরিধি না বাড়িয়ে বরং লজিস্টিক সাপোর্ট ও অন্যান্য বৈজ্ঞানিক সুবিধা বাড়ানো হবে।

র‌্যাবের ডিজি বলেন, অনেক সফলতা ও কিছু ব্যর্থতার মধ্য দিয়ে র‌্যাব ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পা দিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, উপকূলীয় দস্যূ, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দমনে ব্যাপক সফলতা দেখিয়েছে র‌্যাব।

একইভাবে অবৈধ ভিওআইপি ব্যবসায়ী, জাল নোট প্রস্তুতকারী ও ভেজালবিরোধী চক্রের বিরুদ্ধে অভিযানেও উল্লেখযোগ্য সফলতা রয়েছে র‌্যাবের।

কিন্তু নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনা র‌্যাবের জন্য কলঙ্কিত হলেও বিতর্কিত ওই র‌্যাব সদস্যদের আইনের আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, র‌্যাব কখনও কোন অপরাধকে প্রশ্রয় দেয়নি। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত অপরাধ বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২১০৪ র‌্যাব সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে অভিযানে শতাধিক র‌্যাব সদস্য আহত হয়েছেন।

র‌্যাবের চালিকাশক্তি দেশের মানুষ উল্লেখ করে র‌্যাবের ডিজি বলেন, র‌্যাব গণমানুষের ভালবাসা নিয়ে ১১টি বছর পেরিয়ে এসেছে। সন্ত্রাস, ভীতি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে র‌্যাব কাজ করে যাবে।

এর আগে বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।

সকালে বাহিনীর পতাকা উত্তোলন করেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। এরপর শুরু হয় মহাপরিচালকের দরবার।

পরে র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ ১৪ শহীদ সদস্যদের পরিবারকে সংবর্ধনা দেন এবং সাহসিকতার জন্য ১০ র‌্যাব সদস্য ও সেবার জন্য আরো ১০ র‌্যাব সদস্যকে ক্রেষ্ট প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৩২   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ