মালদ্বীপে ছুরিকাঘাতে ৪ বাংলাদেশি নিহত

Home Page » বিশ্ব » মালদ্বীপে ছুরিকাঘাতে ৪ বাংলাদেশি নিহত
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০১৫



2622.jpgবঙ্গনিউজ ডটকম: মালদ্বীপে স্থানীয় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চার বাংলাদেশি নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গল ও বুধবার পৃথক হামলায় তারা নিহত হন। নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনও দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে।

মালদ্বীপে বসবাসরত নরসিংদীর রায়পুরের জজ মিয়া আরটিএনএন-কে জানান, মালদ্বীপে প্রায় এক লাখ বাংলাদেশি বসবাস করছে। গত দুদিন দিন ধরে হঠাৎ করে মালদ্বীপের বিভিন্ন এলাকায় বাংলাদেশি নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে স্থানীয় দুর্বৃত্তরা।

তিনি বলেন, এতে দুদিনে অন্তত চার বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০-১২ জন।

জজ মিয়া অভিযোগ করেন, ঠিক কী কারণে এ হামলার ঘটনা ঘটছে তা কেউ বলতে পারছে না। বাংলাদেশিদের ওপর এ রকম বর্বর হামলা হলেও স্থানীয় পুলিশ কিংবা মালদ্বীপ সরকার কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি আরো বলেন, ‘এমনকি বাংলাদেশ দূতাবাসও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা। অনেকেই বাসা-বাড়ি থেকে বের হচ্ছেন না।’

এদিকে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন এক সতর্ক বার্তায় বলেছে, ‘বাংলাদেশি নাগরিকদের অপরিচিত কারো সঙ্গে ঝগড়া কিংবা তর্ক না করার অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া রাতে যার যার আবাসস্থলে অবস্থান এবং রাস্তায় কোনো ধরনের আড্ডা না দেয়ার অনুরোধ জানানো হচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৬:২১:১২   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ