অতীতে স্বাধীনতার পদককে কলঙ্কিত করা হয়েছে: প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » অতীতে স্বাধীনতার পদককে কলঙ্কিত করা হয়েছে: প্রধানমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০১৫



256.jpgবঙ্গনিউজ ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ পুরস্কার। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ও জাতীয় পর্যায়ে যারা গৌরবোজ্জ্বল অবদান রাখেন তাদের হাতে এই পুরস্কার দেয়া হয়।

অথচ অতীতে অনেক স্বাধীনতাবিরোধীদের হাতে পদক তুলে দিয়ে এই পদকের অবমাননা করা হয়েছে। কলঙ্কিত করা হয়েছে এই পুরস্কারকে।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০১৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অতীতে অনেক স্বাধীনতাবিরোধীকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। এমন অনেক লোককে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে যারা দেশের স্বাধীনতা চায়নি, হানাদারদের দোসর ছিল। এমন সময়ও আমাদের দেশে কেটেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি তখন জানুয়ারি থেকে আবারও জ্বালাও-পোড়াও আর জঙ্গিবাদী রাজনীতি শুরু করা হয়েছে। বাংলার আকাশে পোড়া-লাশের গন্ধ। ২০১৩ সালেও এরা জঙ্গিবাদী কার্যক্রম চালিয়ে বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।’

আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘রাজনীতিতে কেউ ভুল করলে তার খেসারত জনগণ দিবে কেন? খেসারত দিবে সেই রাজনৈতিক দল। এখন যা চলছে সেটা অত্যন্ত নিন্দাজনক। আমরা ধৈর্য্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছি। ধীরে ধীরে আমরা পরিস্থিতি মোকাবেলা করতে পারব।’

এর আগে প্রধানমন্ত্রী সাতজন বিশিষ্ট নাগরিকের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দেন। আটজনকে এই পদক দেয়ার কথা থাকলেও ন্যাপ সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মোজাফফর আহমেদ স্বাধীনতা পদক গ্রহণ করেননি।

বাংলাদেশ সময়: ১৯:২০:২৭   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ