ইসিতে নয়, লন্ডনে কথা বলেন: সুরঞ্জিত

Home Page » প্রথমপাতা » ইসিতে নয়, লন্ডনে কথা বলেন: সুরঞ্জিত
বুধবার, ২৫ মার্চ ২০১৫



253.jpgবঙ্গনিউজ ডটকমঃহরতাল-অবরোধে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আসবে না মন্তব্য করে এজন্য খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে কর্মসূচি প্রত্যাহারের কথা বলতে বিএনপির পেশাজীবী নেতাদের পরামর্শ দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চাইতে বিএনপির কয়েক পেশাজীবী নেতা বুধবার বিকালে যাচ্ছেন বলে খবরের প্রতিক্রিয়ায় একথা বলে প্রবীণ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত।

দুপুরে রাজধানীতে ‘চলমান রাজনীতি বিষয়ে আলোচনা’ শীর্ষক এক সভায় তিনি বলেন, “উনারা নির্বাচন কমিশনে যাবেন। বিএনপির বুদ্ধিজীবীরা। ভালো কথা। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য ইসিতে কেন? পারলে জনগণের কমিশনে দাঁড়ান।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে ‘শত নাগরিক কমিটি’র ব্যানারে ছয় পেশাজীবী নেতা বিকাল সাড়ে ৩টায় নির্বাচন কমিশনে যাবেন বলে কমিটির এক সদস্য জানিয়েছেন।

এ বিষয়ে ইঙ্গিত করে সুরঞ্জিত সেনগুপ্ত বলে,”ভিসি সাহেব (এমাজউদ্দিন) হরতাল-অবরোধ রেখে লেভেল প্লেয়িং ফিল্ড হয় না। ইসি তো হরতাল-অবরোধ দেয় নাই। পেট্রোলবোমা-ককটেল বোমা আর সাইকেল বোমা রাইখা লেভেল প্লেয়িং ফিল্ড হয় না। ওইডা করতে হলে কিছু গুলশানে জিগান আর কিছু লন্ডনে জিগান।”

“ইসিতে যাওয়ার আগে খালেদা-তারেক কমিশনের কাছে যান। হরতাল-অবরোধ-বোমাবাজি বন্ধ করার রাজনৈতিক ঘোষণা দেন। ২০ দলকে এককভাবে ঘোষণা করতে হবে। এসব ত্যাগ করে গণতান্ত্রিক ধারায় ফিরে আসছি।”

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচি ঘোষণা করে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আটকা পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পুলিশি বাধায় কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে ৫ জানুয়ারি সারা দেশে লাগাতার অবরোধ ডেকে ওই কার্যালয়েই আছেন তিনি।

এদিকে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি নিয়ে দেশের বাইরে গিয়ে গত সাত বছর ধরে যুক্তরাজ্যে আছেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির টানা আন্দোলন চালিয়ে যাওয়ার পিছনে তারেক রহমানের হাত রয়েছে বলে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে আসছেন।

গত আড়াই মাস ধরে বিএনপির আন্দোলনে প্রাণহানির কথা স্মরণ করিয়ে দিয়ে সুরঞ্জিত বলেন,”আড়াই মাস ধরে যে ভুল ও বিভ্রান্তির রাজনীতি করেছেন, লাশ ফেললেন- এর দায় আপনাদের ঘাড়েই। দায় এড়াতে পারবেন না।”

বিএনপির শীর্ষ নেতৃত্বকে ইঙ্গিত করে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির এই সদস্য বলেন, “সাপ গর্তে গেলে সোজা হয়েই ঢুকে। ঘুরে ঘুরে সেই নির্বাচনেই তো আসলেন।”

সিটি করপোরেশন নির্বাচনে জয়-পরাজয় নেই মন্তব্য করে তিনি বলেন,”এই নির্বাচনে হারলেও জয়, জিতলেও বিজয়। খালেদা জিয়া আর সরকারি দলের একই অবস্থা। রায় যাই হোক পরাজয়ের কিছু নেই।”

নৌকা সমর্থক গোষ্ঠী নামের একটি সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এই আলোচনার সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য আব্দুল হাই।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:৪৯   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ