ঘুম না হলে যা খাবেন

Home Page » আজকের সকল পত্রিকা » ঘুম না হলে যা খাবেন
বুধবার, ২৫ মার্চ ২০১৫



image_107479_0.jpgবিশেষ প্রতিনিধিঃসারাদিনের ব্যস্ততা সেরে যখন রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না, তখন নিশ্চয়ই খুব অস্বস্তি হয়। আর রাতে পরিপূর্ণ ঘুম না হলে পরের দিন কাজ করার শক্তি ও উৎসাহ থাকে না।পর্যাপ্ত ঘুম না হলে শরীর দুর্বল হওয়ার পাশাপাশি মেজাজও খিটখিটে হয়ে যায়। এছাড়া স্ট্রেস বেড়ে যাওয়া আর অলসতা কাজ করে। তাই শরীরের শক্তি বাড়াতে ও শরীর সুস্থ রাখতে খাদ্যের পাশাপাশি পর্যাপ্ত ঘুমের প্রয়োজন।যারা দীর্ঘদিন ধরে এ সমস্যায় ভুগছেন, তারা অনেকেই ঘুমের ওষুধের আশ্রয় নিচ্ছেন। তবে ঘুমের ওষুধ প্রাথমিক অবস্থায় ভালো কাজ করলেও, পরবর্তী এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তাই শুধুমাত্র কিছু ঘরোয়া খাবার খেয়েই যদি রাতে শান্তিতে ঘুমানো যায়, তাহলে আর কী চাই!দুধ
রাতে দুধ খেয়ে ঘুমানোর অভ্যাস অনেকেরই আছে। একগ্লাস হালকা গরম দুধ খেয়ে ঘুমালে দ্রুত ঘুম আসবে। কারণ, এতে রয়েছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম পেশির জড়তা দূর করে ও শরীরের মেলাটোনিন হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। এছাড়াও দুধে রয়েছে অ্যামিনো এসিড যা সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে। সেরোটোনিন এমন একটি রাসায়নিক উপাদান যা স্নায়ুর কার্যকারিতা স্বাভাবিক রাখে ও প্রশান্তি তৈরিতে অগ্রদূত হিসেবে কাজ করে।
আমন্ড
আমন্ডে রয়েছে উচ্চমানের ম্যাগনেসিয়াম যা ঘুমের পক্ষে প্রয়োজনীয় একটি উপাদান। অর্থোমলিক্যুলার মেডিসিন জার্নালের একটি গবেষণার তথ্যে জানা গেছে, যখন শরীরে ম্যাগনেসিয়ামের মাত্রা কমে যায় তখন ঘুমে সমস্যা দেখা দেয়।
চেরি
চেরি ফল ঘুমের ভালো প্রাকৃতিক ওষুধ। চেরি মেলাটোনিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলাটোনিন হরমোন শান্তিপূর্ণ বিশ্রামে সহায়তা করে।
আখরোট
আখরোট ট্রিপটোফিনের ভালো উৎস। এর অ্যামিনো এসিড উপাদান শরীরে সেরোটোনিন ও মেলাটোনিন তৈরি করে ঘুমচক্র নিয়ন্ত্রণ করে। এছাড়াও যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, আখরোট নিজেই মেলাটোনিনের ভালো উৎস, ফলে ঘুম নিয়ন্ত্রণ করে সহজেই।
পনির
পনির, টকদই ও দুধে প্রচুর ক্যালসিয়াম থাকে। আর ক্যালসিয়াম মস্তিষ্ককে এসব উপাদান থেকে পাওয়া ট্রিপটোফেনকে মেলাটোনিনে রূপান্তর করতে সাহায্য করে।
লেটুসপাতা
অল্প আঁচে তিন থেকে চারটি বড় লেটুসপাতা এক কাপ পানিতে ১৫ মিনিট সেদ্ধ করুন। তারপর ছেঁকে তাতে দু’টি পুদিনা পাতা ছেড়ে ঢেকে রাখুন। বিছানায় যাওয়ার আগে পান করুন।

বাংলাদেশ সময়: ৮:৪৭:২৮   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ