আন্দোলন ভিন্নখাতে নিতেই সিটি নির্বাচন: খোকা

Home Page » প্রথমপাতা » আন্দোলন ভিন্নখাতে নিতেই সিটি নির্বাচন: খোকা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০১৫



24.jpgবঙ্গনিউজ ডটকম: বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, ২০-দলীয় জোটের আন্দোলন ভিন্নখাতে নিতেই সরকার তড়িঘড়ি করে সিটি করপোরেশন নির্বাচন করছে।

তিনি সোমবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াসহ দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন আয়োজন করে যুক্তরাষ্ট্র বিএনপি।

খোকা অভিযোগ করেন, ৫ জানুয়ারির নির্বাচনের মধ্যদিয়ে বর্তমান অবৈধ সরকার দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। পুলিশ ও র্যা্ব দিয়ে প্রতিনিয়ত নির্যাতন, গুম ও খুন করে যাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদকে সন্দেহাতীতভাবে সরকারই নিরুদ্দেশ করেছে।

তিনি জানান, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। তবে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া, লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নীতিনির্ধারণী ফোরামের সব নেতার সঙ্গেই তার যোগাযোগ রয়েছে।

সাদেক হোসেন খোকা বলেন, বর্তমান সরকার গণতন্ত্রবিরোধী। হত্যা থেকে শুরু করে হেন কোনো অপকর্ম নেই যা তারা করেনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ কেন ব্রিটিশ ও পাকিস্তান আমলের স্বৈরশাসকরাও অবৈধভাবে শাসন করেছে। প্রচুর ক্ষমতাবান মনে করেও তাদের শেষ রক্ষা হয়নি। স্বাধীন বাংলাদেশের জনগণও কোনো অবৈধ স্বৈরশাককে বেশি দিন ক্ষমতায় রাখবে না। আজ যদি র্যা ব, পুলিশের সাপোর্ট না নিয়ে সরকার মাঠে নামে, তবে ৩০ মিনিট তো বেশি বলেছি, দূরবীণ দিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।’

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে খোকা বলেন, ‘আমরা অতীতে সিটি করপোরেশন নির্বাচনসহ উপজেলা নির্বাচনে অংশ নিয়েছি। বর্তমানে সরকার এই নির্বাচনের ঘোষণা দিয়েছে বিএনপি জোটের আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে।’

তিনি বলেন, ‘এ নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা তা চেয়ারপারসনসহ নীতিনির্ধারণী ফোরাম পর্যালোচনা করছে। তবে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলেও আন্দোলন অব্যাহত থাকবে।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান দাবি করেন, ‘দলের কেন্দ্রীয় নেতাসহ বেশিরভাগ নেতাকর্মীই জেলে। পুরো দেশ অস্থিতিশীল। এই ফাঁকে নিজেরাই পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে তার দায় বিএনপির ঘাড়ে চাপাচ্ছে।’

তিনি বলেন, ‘সরকার সালাহ উদ্দিন আহমেদের পরিবারের মত একই আচরণ করেছে ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে। খোদ প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিরা প্রকাশ্যে গুম-খুনের পক্ষে যে ভাষায় কথা বলছেন, তা অমানবিক।’

তিনি আরো বলেন, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে সরকার যে অপকর্ম করছে। এসব অপকর্মের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেককেই একদিন বিচারের মুখোমুখি করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতীফ সম্রাট, ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভুঁইয়া, বিএনপি নেতা আবদুল খালেক আকন্দ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১:৫৫:৫০   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ