সালাহ উদ্দিনকে নিয়ে ‘গুজব রটনাকারীদের’ গ্রেপ্তার

Home Page » আজকের সকল পত্রিকা » সালাহ উদ্দিনকে নিয়ে ‘গুজব রটনাকারীদের’ গ্রেপ্তার
সোমবার, ২৩ মার্চ ২০১৫



99999.jpgবঙ্গনিউজ ডটকমঃ‘নিখোঁজ’ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের সন্ধান মিলেছে বলে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোররাতে মোখলেসুর রহমান (২৮) ও আলিম শিকদার (২৭) নামে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলেশের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত জানিয়েছেন।চট্টগ্রামের মিস্ত্রিপাড়া থেকে প্রথমে মোখলেসকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে ভাটিয়ারি থেকে আলিমকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছেন।

তাদের দেওয়া খবর শুনে গত ১৮ মার্চ সালাহ উদ্দিনের সন্ধানে গাইবান্ধার চরাঞ্চলে পুলিশ গিয়ে প্রতারিত হয়েছিল বলে গোয়েন্দারা জানিয়েছেন।

তানভির আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরা দুজনই সংঘবদ্ধ চক্রের সদস্য। এদের কাজ ছিল পত্রিকায় নিখোঁজ ব্যক্তিদের বিজ্ঞাপন দেখে তাদের আত্মীয়দের ফোন করে অর্থের বিনিময়ে ভুয়া ইনফরমেশন দেওয়া। সালাহ উদ্দিন আহমেদের ক্ষেত্রেও ওরা একই কাজ করেছিল।”

গত ১০ মার্চ থেকে ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন। তাকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে পরিবার ও বিএনপির অভিযোগ। তবে আইন শৃঙ্খলা বাহিনী তা অস্বীকার করে আসছে।

এরই মধ্যে গত ১৮ মার্চ পুলিশের কাছে তথ্য আসে যে সালাহ উদ্দিন গাইবান্ধার খাদিয়ামারির চর এলাকায় অসুস্থ অবস্থায় আছেন, তার চিকিৎসা প্রয়োজন।

তানভির আরাফাত বলেন, “গত ১৮ মার্চ মোখলেস ঢাকার উত্তরা থানার ওসিকে ফোন করে এই তথ্য দিয়েছিল। পাশাপাশি সালাহ উদ্দিনের স্ত্রীর নম্বারও চেয়েছিল।

“ওদের চিন্তা ছিল গাইবান্ধায় পুলিশের অভিযান চলতে যত সময় লাগবে, এর মধ্যে তারা সালাহ উদ্দিনের আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে।”

পুলিশ কর্মকর্তারা জানান, মোখলেসুরের আদি বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জে। চট্টগ্রাম নগরীর মিস্ত্রিপাড়ায় তার একটা ওষুধের দোকান আছে। আলিম শিকদারের বাড়ি ঝালকাঠীতে। চট্টগ্রামের ভাটিয়ারিতে তার একটি কাপড়ের দোকান আছে।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৫৪   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ