‘আসুন, দানবদের হত্যা করি’

Home Page » প্রথমপাতা » ‘আসুন, দানবদের হত্যা করি’
সোমবার, ২৩ মার্চ ২০১৫



111.pngবঙ্গনিউজ ডটকম: বর্তমানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের ‘দানব’ আখ্যা দিয়ে ‘হত্যা’ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।

তিনি বলেন, ‘আসুন এসব দানবদের হত্যা করি। নিশ্চিহ্ন করে দেই। তবেই বাংলাদেশ এগিয়ে যাবে।’

সোমবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২৩ মার্চ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ‘জাতীয় পতাকা উৎসব-২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইচটি ইমাম এ আহ্বান জানান।

‘পতাকায় গৌরব, পতাকায় বিপ্লব’ এ চেতনাকে ধারণ করে জাতীয় পতাকা উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে এইচটি ইমাম উল্লেখ করেন, ‘মুক্তিযুদ্ধ শুরুর আগে শিল্পী কামরুল হাসান (পটুয়াখ্যাত) ইয়াহিয়া খানের পোস্টার ছাপিয়ে বলেছিলেন- এ দানবকে হত্যা করুন। আমরাও বলি, আসুন এসব দানবকে হত্যা করি।’

তিনি দাবি করেন, ‘মুক্তিযুদ্ধের সময় ১৭ এপ্রিল গঠিন মুজিবনগর সরকার কোনো সরকারই না, এটা একটা প্রতিকী নাম। সেটি ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ইতিহাসের পাতা থেকে তথ্য নিয়ে এটা পরিষ্কার করতে হবে।’

এইচটি ইমাম বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মুজিবনগর সরকার কখনোই এক নয়। এটি বিল্পবী সরকারও নয়, আবার প্রবাসী সরকারও নয়। এই সরকার যেখানে যেমন, সেখানে তেমন রূপ ধারণ করেছে।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে যে ধ্বংসলীলা চলছে, এর পেছনে ‘৭১-এ ঘাপটি মেরে বসে থাকা লোকগুলোই জড়িত। বর্তমানে এরা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আর এর সঙ্গে সম্পৃক্ত হয়েছে বিএনপি। বিএনপি সরকারের সময়ই দেশে আন্তর্জাতিক সন্ত্রাসের উত্থান হয়েছে।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘শুধু দেশীয় জামায়াত-বিএনপি দেশকে ধ্বংসের জন্য নামেনি, এর সঙ্গে আন্তর্জাতিক আইএসআই, বোকো হারাম, আল-কায়েদাও সম্পৃক্ত হয়েছে।’

একই অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমরা দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা করতে না পারি বা ব্যর্থ হই, তবে দেশের ইতিহাস ও সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন হতে পারে।’

তিনি দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অর্থনীতি এবং গণতান্ত্রিক ধারা ব্যাহত হতে পারে।’

কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজা খানমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান, আইজিপি এ কে এম শহীদুল হক, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মেজর জেনালের (অব.) কেএম শফিউল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ, মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী মহকুমা পুলিশ সুপার মাহবুবউদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মীজানুর রহমান, স্বাধীন বাংলাদেশের পতাকার কারিগর শিবনারায়ণ দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৪৮   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ