নির্বাচন কমিশন থেকে ঋণ খেলাপীদের তালিকা চেয়ে ব্যাংকে চিটি

Home Page » সংবাদ শিরোনাম » নির্বাচন কমিশন থেকে ঋণ খেলাপীদের তালিকা চেয়ে ব্যাংকে চিটি
সোমবার, ২৩ মার্চ ২০১৫



বঙ্গ নিউজ, ঢাকা:

ec-logo.jpg

ব্যাংকে চিটি পাঠানো হচ্ছে নির্বাচন কমিশন থেকে ঋণ খেলাপীদের তালিকা চেয়ে । এরই মধ্যে কমিশন চিটি প্রস্তুত করার কাজ শেষ হয়েছে। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে খেলাপী প্রার্থীদের ধরতে কমিশন থেকে ব্যাংকগুলোতে এই চিঠি পাঠানো হচ্ছে। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে শিগগির চিঠি পাঠাবে নির্বাচন কমিশন-ইসি। এ ব্যাপরে রবিবারই চিঠি প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই একটি পরিপত্র জারি করা হবে।
ওই চিঠির একটি অনুলিপি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগেও পাঠানো হবে বলে ইসির কর্মকর্তারা ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানান।
চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯(২)(ঞ) ও ৯(২)(ট) ধারা অনুসারে ঋণখেলাপীগণ নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন। নির্বাচন বিধিমালা ২০১০ এর ১৫ বিধি অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন গ্রহণ করলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মনোনয়নপত্র বাছাইয়ের তারিখের তিন দিনের মধ্যে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন।
চিঠিতে আরও বলা হয়, ‘ঋণ খেলাপী ব্যক্তিগণ ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যাতে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা যায় তার জন্য আইনে নির্ধারিত সকল ব্যাংক হতে ঋণ খেলাপী সংক্রান্ত তথ্য সরবরাহ করা আবশ্যক’।
এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের ঋণ খেলাপী সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও সরবরাহের বিষয়ে অর্থ বিভাগ হতে পরিপত্র জারি করা হয়েছিল।
এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) থেকে সরাসরি রিটার্নিং কর্মকর্তাদের কাছে তথ্য সরবরাহ করা হয়েছিল। এছাড়া অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকেও তথ্য সরবরাহ করা হয়েছিল।
নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৯ মার্চ বিকাল পাঁচটার পর থেকে মনোনয়নপত্র দাখিলকারীদের নাম, পিতার নাম, স্বামীর নামসহ প্রয়োজনীয় তথ্যাদি বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। এরপরই সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা মনোনয়ন বাছাইয়ের দিন উপস্থিত থেকে যাচাই-বাছাই করবেন।
এরই আলোকে মনোনয়নপত্র বাছাইয়ের দিন মনোনয়ন যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশনা দিতে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৩১:৩৮   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ