লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ যুবলীগ নেতা আহত

Home Page » প্রথমপাতা » লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ যুবলীগ নেতা আহত
সোমবার, ২৩ মার্চ ২০১৫



23236.jpgবঙ্গনিউজ ডটকমঃ লক্ষ্মীপুর সদর উপজেলায় শেষরাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবলীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন, যিনি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে দাবি পুলিশের।

তবে গুলিবিদ্ধ ওই যুবলীগ নেতার অভিযোগ, রোববার সকালে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল।

গুলিবিদ্ধ কবির হোসেনের বাড়ি সদরের মান্দারী গ্রামে। তিনি মান্দারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মিজান পাটওয়ারী জানান।

চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, রোববার রাত ৩টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের রতনেরখিল এলাকায় গোলাগুলির ঘটনাটি ঘটে।

পায়ে গুলিবিদ্ধ কবিরকে আটক করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

ওসি হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে গোলাগুলির সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় কবিরকে অস্ত্রসহ আটক করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।”

তিনি জানান, শেষ রাতের দিকে ওই এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় টহল পুলিশ সেখানে উপস্থিত হয়।

“তারা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে কবির গুলিবিদ্ধ হন এবং বাকিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি এলজি উদ্ধার হয়।”

আহত কবির হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে লেগুনায় করে মান্দারী থেকে লক্ষ্মীপুর যাওয়ার সময় গাড়ি থামিয়ে পুলিশ তার পরিচয় জিজ্ঞেস করে। পরে তাকে আটক করে চন্দ্রগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

বিকেলে চোখ বেঁধে পুলিশ তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং গভীর রাতে পায়ে গুলি করে হাসপাতালে ভর্তি করে বলে দাবি করেন কবির।

বাংলাদেশ সময়: ১২:১৩:২২   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ