সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান আর নেই

Home Page » বিশ্ব » সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান আর নেই
সোমবার, ২৩ মার্চ ২০১৫



23234.jpgবঙ্গনিউজ ডটকম: স্বাধীন সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানীয় সময় সোমবার ভোররাতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

লি কুয়ানের ছেলে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী লি হেসিয়েনের প্রেস সচিব এক বার্তায় বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে লি কুয়ান মারা গেছেন।’

এতে তিনি বলেন, ‘লি কুয়ান ইউয়ের মতো এমন নন্দিত নেতাকে সিঙ্গাপুরবাসী আর পাবে না। বিশ্বের অন্যান্য অংশের জন্যও এটা চরম সত্য।’

বর্ষীয়ান এই রাষ্ট্রনায়ক মারাত্মক নিউমোনিয়ায় ভুগছিলেন। তিনি গত ৫ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, লি হেসিয়েন বাবা লি কুয়ান ইউয়ের মৃত্যুর খবর তার ফেসবুকে দেন। সঙ্গে সঙ্গে এ খবর সবার মাঝে ছড়িয়ে পড়ে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন লি কুয়ান ইউয়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

লি কুয়ান ইউ ১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন। তবে তিনি ২০১১ সাল পর্যন্ত সরকারের হয়ে কাজ করে গেছেন।

দ্য পিপল অ্যাকশন পার্টির (পিএপি) এ নেতা ১৯৫৯ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং তিন দশক রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন।

ক্ষুদ্র একটি নগর রাষ্ট্র সিঙ্গাপুরকে এশিয়ার অন্যতম সমৃদ্ধ অর্থনীতির দেশে রূপান্তর এবং দেশটির আধুনিকায়নে লি কুয়ানের অবদান বিশাল।

তবে একই সঙ্গে ক্ষমতা এককেন্দ্রিক করে রাখার জন্য তিনি সমালোচিত হয়েছেন। তার শাসনামলে বাক স্বাধীনতার হরণের অভিযোগও আছে।

এদিকে, লি কুয়ানের মৃত্যুতে সিঙ্গাপুরে ২৩-২৯ মার্চ পর্যন্ত সাতদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১২:০২:০১   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ