‘পরমাণু অস্ত্র ছুড়তে সক্ষম উত্তর কোরিয়া’

Home Page » বিশ্ব » ‘পরমাণু অস্ত্র ছুড়তে সক্ষম উত্তর কোরিয়া’
রবিবার, ২২ মার্চ ২০১৫



44441.jpgবঙ্গনিউজ ডটকমঃপরমাণু অস্ত্র ছোঁড়ার সক্ষমতা উত্তর কোরিয়ার আছে এবং আক্রান্ত হলে পাল্টা ব্যবস্থা হিসেবে পরমাণু ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে দেশটি।
শুক্রবার স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যে নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূত এসব কথা বলেছেন।

“পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালানোর অধিকার যুক্তরাষ্ট্রের একচেটিয়া নয়,” স্কাই নিউজকে বলেছেন রাষ্ট্রদূত হাইয়ুন হাকবং।

এখন উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সামর্থ্য আছে কিনা এমন প্রশ্ন করা হলে হাকবং বলেন, “যে কোনো সময়, যে কোনো সময়, হ্যাঁ।”

“যদি যুক্তরাষ্ট্র আমাদের আঘাত করে, আমরা পাল্টা আঘাত করবো। প্রচলিত যুদ্ধের জন্য প্রচলিত যুদ্ধ করতে আমরা প্রস্তুত, আর পরমাণু যুদ্ধের জন্য পরমাণু যুদ্ধ। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ নিয়ে আমরা ভীত নই,” বলেছেন তিনি।

১৯৯৩ সালে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রিকরণ চুক্তি থেকে বের হয়ে যায় উত্তর কোরিয়া।

৩ মার্চ দেয়া এক বক্তব্যে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু ওং বলেছিলেন, দরকার হলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান পরমাণু হুমকির মোকাবেলায় আগ্রাসী হামলা চালানোর ক্ষমতা উত্তর কোরিয়ার আছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে উস্কানিমূলক অভিহিত করে এর নিন্দাও জানিয়েছিলেন তিনি।

প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া আন্তর্জাতিক চুক্তির বরখেলাপ করছে জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসুচি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।

উত্তর কোরিযার পরমাণু ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সক্ষমতা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র “গোয়েন্দা কার্যক্রমের বিষয় বিধায়” কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে উত্তর কোরিয়ার যে কোনো ধরনের হামলা থামিয়ে দেয়ার, প্রতিরোধ করার ও পাল্টা ব্যবস্থা নেয়ার পূর্ণ প্রস্তুতি

বাংলাদেশ সময়: ১২:৩১:০৭   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ