মাগুরায় পেট্রোল বোমায় দগ্ধ শ্রমিকদের ঢামেক বার্ন ইউনিটে স্থানান্তর

Home Page » আজকের সকল পত্রিকা » মাগুরায় পেট্রোল বোমায় দগ্ধ শ্রমিকদের ঢামেক বার্ন ইউনিটে স্থানান্তর
রবিবার, ২২ মার্চ ২০১৫



trake.jpgবিশেষ প্রতিনিধিঃমাগুরায় দুর্বৃত্তের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ নয়জনকে শনিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। নয়জনের মধ্যে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।মাগুরা সদর হাসপাতালে পুড়ে যাওয়া রোগীদের উন্নত চিকিৎসা ব্যবস্থা (বার্ন ইউনিট) না থাাকায় চিকিৎসকেরা এই সিদ্ধান্ত নেন।দগ্ধ সবাই পেশায় বালু-শ্রমিক। ‘দিন আনা দিন খাওয়া’ এসব শ্রমিকের পরিবার চিকিৎসা খরচ নিয়ে চরম বিপাকে পড়েছেন। এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছে তাদের পরিবার।মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার মঘীর ঢাল এলাকায় শনিবার সন্ধ্যা সোয়া ৮টার দিকে ট্রাকে পেট্রোল বোমা হামলায় নয়জন শ্রমিক দগ্ধ হন। নাজমুল হোসেন, ইলিয়াস আলী, রওশন, মতিন, ইমরান, ফারুক, শাকিল, আরব আলী ও ইয়াদুল নামে দগ্ধ নয়জনই বালুর ট্রাকের শ্রমিক। এর মধ্যে আরব আলীর বাড়ি ফরিদপুরের কামারখালি আর বাকি আটজনের বাড়ি মাগুরা সদর উপজেলার মালিকগ্রামে।অগ্নিদগ্ধ মতিন জানান, সন্ধ্যার পর শালিখার আড়পাড়া এলাকায় বালু নামিয়ে তারা ট্রাকে করে মাগুরা ফিরছিলেন। পথে মঘীর ঢাল এলাকায় পৌঁছালে রাস্তার পাশ থেকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারে। এ সময় মুহূর্তের মধ্যে গোটা ট্রাকে আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।
আগুনে পুড়ে যাওয়া শ্রমিকদের হাসপাতালে আনলে বিভৎস দৃশ্য দেখে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী-স্বজনদের আহাজারি আর পোড়া গন্ধে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠে। এ সময় চিকিৎসক ও সেবিকারা কিংকর্তব্যবিমূড় হয়ে পড়েন। পুড়ে যাওয়া শ্রুমিকদের স্বজনরা বিলাপ করতে থাকেন, ‘আমাগের কী দোষ। আমরা তো কোন ক্ষতি করিনি। আমরা তো কাম করে খাই।’মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশীষ বিশ্বাস জানান, আগুনে নয়জনই ৬২ থেকে ৮২ শতাংশ পুড়ে গেছেন। তাদের কেউ-ই আশঙ্কামুক্ত নন। মাগুরা সদর হাসপাতালে যেহেতু বার্ন ইউনিট নেই, সেহেতু প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। পুলিশ বিষয়টি নিয়ে জোর তদন্ত চালাচ্ছে। দোষিদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলাদেশ সময়: ৯:১৮:৫০   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ