পেলের কাছে রোনালদোর আগে মেসি

Home Page » খেলা » পেলের কাছে রোনালদোর আগে মেসি
শনিবার, ২১ মার্চ ২০১৫



pele1.jpgবঙ্গনিউজ ডটকমঃ লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর তুলনায় আর্জেন্টাইন তারকাকে এগিয়ে রাখলেন ফুটবল কিংবদন্তি পেলে। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা এই তারকা বললেন, সম্ভব হলে বর্তমানের সেরা দুই ফুটবলারের মধ্যে মেসিকেই সতীর্থ হিসেবে বেছে নিতেনতিনি।

গত ৭ বছরে বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়া এই দুই তারকার মধ্যে মেসিকে দল হিসেবে খেলা সেরা খেলোয়াড় মনে করেন পেলে। আর একারণেই রোনালদোকে নয়, বার্সেলোনা তারকাকেই বেশি পছন্দ অনেকের মতেই ইতিহাসের সেরা এই ফুটবলারের।

মেসিকে প্রাধান্য দিলেও রোনালদোর সঙ্গে তার তুলনা করাটা কঠিন প্রশ্ন বলে জানান পেলে।

শুক্রবার লন্ডনে সাংবাদিকদের পেলে বলেন, “মেসি দলের জন্য বেশি দরকারি; খেলাটাকে সেই গড়ে তোলে এবং সহায়তা করে; কিন্তু রোনালদো হয়তো অনেকটা ব্রাজিলের রোনালদোর মতো, অনেক গোল করে।”

মেসিকে নিজের দলে নেয়ার প্রসঙ্গে পেলে বলেন, “আমার দলে আমি মেসিকে নেয়ার সিদ্ধান্ত নেব, তবে দুজনেই চমৎকার। এখন রোনালদোর থেকে মেসি পুরো ভিন্ন খেলা খেলছে। রোনালদো শুধু সামনে খেলে।”

২০১৫ সালের শুরু থেকে দুর্দান্ত ফর্মে ফেরা মেসি ক্লাবের হয়ে শেষ ১৭ ম্যাচে মোট ২০ গোল করেছেন। লা লিগার এবারের আসরে মোট ৩২ গোল করে তিনি ছাড়িয়ে গেছেন রোনালদোকে, পর্তুগিজ এই ফরোয়ার্ডের গোল ৩০টি।

এছাড়া এই মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড, লা লিগায় সর্বোচ্চ গোল ও হ্যাটট্রিকের রেকর্ড গড়েন টানা চারবারের বর্ষসেরা মেসি। ক্যারিয়ারে আরও অনেক রেকর্ড আছে আর্জেন্টিনা অধিনায়কের।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৪৮   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ