স্বাধীনতা দিবসে গুগল অনুবাদে যুক্ত হবে ৪ লাখ বাংলা শব্দ

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » স্বাধীনতা দিবসে গুগল অনুবাদে যুক্ত হবে ৪ লাখ বাংলা শব্দ
শনিবার, ২১ মার্চ ২০১৫



104464_1gggg.jpgবঙ্গনিউজ ডটকম: স্বেচ্ছাসেবীদের সহায়তায় গুগল অনুবাদে বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে একদিনেই চার লাখ শব্দ যোগ করে নতুন রেকর্ড গড়া হবে।

যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে গুগল ডেভেলপার গ্রুপ বাংলা (জিডিজি বাংলা), সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

গতকাল শুক্রবার বিসিসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উপলক্ষে নেয়া কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিসিসির নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, আইসিটি বিভাগের যুগ্ম সচিব সুশান্ত কুমার সাহা, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বাংলাকে সর্বক্ষেত্রে সবার ওপর রাখতে আগামী স্বাধীনতা দিবসে আরেকটি রেকর্ড করার উদ্যোগ নেয়া হয়েছে। সবার অংশগ্রহণের মাধ্যমে ২৬ মার্চ গুগল অনুবাদে চার লাখ বাংলা শব্দ যোগ করে বাংলাকে নিয়ে যাব সবার ওপর। এই কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘বাংলার জন্য চার লাখ’। বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, আসুন মাতৃভাষার জন্য একটু সময় দেই।’

জিডিজি বাংলার কমিউনিটি ম্যানেজার জাবেদ সুলতান পিয়াস বলেন, ২৬ মার্চ সর্বোচ্চ শব্দ সংযোজনকারী পাবেন সিঙ্গাপুরের গুগল অফিস ভ্রমণের সুযোগ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ কর্মসূচির মধ্যে রয়েছে সারা দেশে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ৫০টির বেশি ইভেন্ট আয়োজন করা। এতে স্বেচ্ছাসেবকরা গুগল অনুবাদে বাংলার জন্য অবদান রাখতে আসবেন। অস্ট্রেলিয়া, পর্তুগাল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকেও কাজ করবেন স্বেচ্ছাসেবীরা। অনুষ্ঠানের মূল কেন্দ্র হবে বিসিসি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শহীদ মিনারেও থাকবে বিশেষ আয়োজন। এসব স্থানে ওয়াই-ফাই ইন্টারনেটের ব্যবস্থা রাখা হবে। সারা দেশে অনুষ্ঠেয় ইভেন্টগুলো আয়োজনে কাজ করছেন প্রায় এক হাজার স্বেচ্ছাসেবী। এসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাকে সমৃদ্ধ করার এ উদ্যোগে চার হাজার মানুষ অংশ নেবে বলে আশা করছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:২৮   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ