২ কোটি রুপি ফিরিয়ে দিলেন অটোরিক্সা চালক

Home Page » অর্থ ও বানিজ্য » ২ কোটি রুপি ফিরিয়ে দিলেন অটোরিক্সা চালক
বৃহস্পতিবার, ১৬ মে ২০১৩



image_1091_169009.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ তার বাড়ি গুজরাটের রাজধানী আহমেদাবাদে। পেশায় অটোরিক্সা চালক। মাসিক আয় মাত্র ৬ হাজার রুপি। কিন্তু মনটা তার বিরাট। সানন্দায় টাটা ন্যানো প্ল্যান্ট নির্মাণে তার তিন বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছিল। জমি অধিগ্রহণ করার বিনিময়ে তার নামে ১ কোটি ৯০ লাখ রুপির একটি চেক ইস্যু করা হয়। কিন্তু এ অটোরিক্সা চালক চেকটি ফিরিয়ে দিয়েছেন। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে একথা বলা হয়।

রাজু ভারওয়াদ অনায়াসে এ অর্থ পকেটস্থ করতে পারতেন। কিন্তু তিনি একটি মুছলেকা দিয়ে বলেন যে, এখন থেকে তিনি আর এ জমির মালিক নন। তিনি নিশ্চিত করেন যে, নতুন মালিকের নাম সরকারি নথিতে তালিকাভুক্ত করা হয়েছে। রাজুর পরিবার সানন্দায় ১০ বিঘা জমির মালিক।

৩০ বছর আগে তার দাদা প্রায় ৫ লাখ রুপির বিনিময়ে তিন বিঘা জমি বিক্রি করেছিলেন। এ ৩ বিঘা জমিতে ৪০টি হতদরিদ্র পরিবার বসতি ঘর নির্মাণ করেছে।

ন্যানোর বদৌলতে জমির মূল্য আকাশচুম্বি হয়। গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলমেন্ট কর্পোরেশন (জিআইডিসি) ন্যানো প্ল্যান্টের আশপাশের প্রতি বিঘা জমি ২৮ লাখ রুপিতে ক্রয় করে এবং যাদের নামে জমির দলিল তাদের অর্থ পরিশোধ করতে শুরু করে। নয়া মালিকরা তাদের নাম তালিকাভুক্ত করতে ব্যর্থ হওয়ায় রেকর্ডে জমির মালিক হিসাবে রাজু ও তার মা বালুবানের নাম তালিকাভুক্ত হয়।

রাজু একটি ছোট ঘরে তার স্ত্রীকে নিয়ে বসবাস করেন। তার তিন ছেলেমেয়ে। মা এখনো জীবিত। রাজু বলেছেন, আমার পিতামাতা আমাকে সত্যবাদিতা শিক্ষা দিয়েছেন। আমি অসৎ উপায়ে অর্জিত অর্থ আমার পরিবারের জন্য ব্যয় করতে পারি না।

জিআইডিসির কর্মকর্তা নবীন প্যাটেল বলেছেন, আমরা জমিজমা নিয়ে অনেক বিরোধ দেখেছি। কিন্তু এই প্রথম কোনো ব্যক্তিকে ১ কোটি ৯০ লাখ রুপির চেক ফিরিয়ে দিতে দেখলাম। রাজুর মাও ছেলের সততায় মুগ্ধ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪:১৪:৪৭   ৫১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ