চট্টগ্রামে আ.লীগের প্রার্থী আ জ ম নাছির

Home Page » প্রথমপাতা » চট্টগ্রামে আ.লীগের প্রার্থী আ জ ম নাছির
শনিবার, ২১ মার্চ ২০১৫



potrait_a-z-m-nasir-uddin_2.jpgবঙ্গ-নিউজঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসাবে আবু জাফর মোহাম্মদ নাছির উদ্দিনকেই বেছে নিয়েছে আওয়ামী লীগ, যিনি দলের নগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
প্রার্থী চূড়ান্ত করতে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের শুক্রবার সন্ধ্যায় গণভবনে ডাকেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেখানেই দলীয়ভাবে সাবেক ছাত্রলীগ নেতা নাছিরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়। তাকে চট্টগ্রামের মানুষ চেনে আ জ ম নাছির নামে।

বৈঠকে উপস্থিত দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশররফ হোসেন  বলেন, “সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের পক্ষে আ জ ম নাছির মেয়র পদে প্রার্থী হবেন। নেত্রী সবাইকে দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন।”

সন্ধ্যা ৭টার কিছু পরে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বৈঠক চলে।

চট্টগ্রামের তিনবারের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, আ জ ম নাসির, চট্টগ্রাম উত্তরের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়া আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ, চট্টগ্রামের সাংসদ আফসারুল আমীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, নগর কমিটির সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাবেক সাংসদ নুরুল ইসলাম বিএসসি, নগর কমিটির কোষাধ্যক্ষ আবদুচ ছালামও বৈঠকে অংশ নেন, যারা সবাই চট্টগ্রামের নেতা।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে তোফায়েল আহমদ, শেখ ফজলুল করিম সেলিম ও আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিলও বৈঠকে ছিলেন।

সভায় উপস্থিত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমে নেত্রী সবার মতামত জানতে চান। সবার বক্তব্য শোনার পর নেত্রী আ জ ম নাছিরের কথা বলেন এবং সবাই তা সমর্থন করেছেন।”

নেত্রী সবাইকে ‘মিলিয়ে দিয়েছেন’ মন্তব্য করে মফিজ বলেন, “উপস্থিত নেতারা বলেছেন, নেত্রী যাকে সমর্থন দেবেন তার পক্ষে সবাই একযোগে কাজ করবেন।”

মহিউদ্দিন চৌধুরী, আ জ ম নাছির ছাড়াও আবদুচ ছালাম ও নুরুল ইসলাম বিএসসি এবার প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাতেও এক সভায় মেয়র প্রার্থী নিয়ে আলোচনা হয়। এরপরই চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে আ জ ম নাছিরকে নিয়ে আলোচনা জোর পায়।

মহিউদ্দিন চৌধুরীর ছেলে চৌধুরী মহিবুল হাসান নওফেল  বলেন, “আমার বাবা আজ সভার শুরুতেই আ জ ম নাছিরের পক্ষে তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন। শনিবার চট্টগ্রামে তিনি সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।”

২০১০ সালের সিটি নির্বাচনে নিজের রাজনৈতিক শিষ্য মনজুর আলমের কাছে ৯৫ হাজার ভোটে হেরেছিলেন তিনবারের মেয়র মহিউদ্দিন। মনজুর বিএনপির সমর্থন নিয়ে ওই নির্বাচনে বিজয়ী হন।

আর এবার মেয়র পদে দলের সবুজ সংকেত পাওয়া আ জ ম নাছির ১৯৭৮ ও ১৯৮১ সালে দুই দফায় চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৮১ ও ১৯৮৩ সালে দুইবার ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করা নাছির ১৯৮৫ সালে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন।

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিটনের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সিজেকেএসের সাবেক সাধারণ সম্পাদক নাছির।

ক্রীড়াঙ্গনের নানা দায়িত্বশীল পদে থাকা নাছির এর আগে কখনো কোনো নির্বাচনে অংশ নেননি। নগর আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে ২০১৩ সালের ১৪ নভেম্বর সরাসরি তিনি সাধারণ সম্পাদকের পদ পান।

এর সতের মাসের মাথায় সেই নাছিরই আগামী ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দলের প্রতিনিত্বি করতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০:৪১:৪১   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ