নারী পাশাপাশি ছেলেদেরও বিয়ের বয়স বাড়াতে হবে

Home Page » জাতীয় » নারী পাশাপাশি ছেলেদেরও বিয়ের বয়স বাড়াতে হবে
শুক্রবার, ২০ মার্চ ২০১৫



raround_table_saminar_b_365105910.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ দেশের আবহাওয়া ও মাতৃমৃত্যুর হারের কথা বিবেচনা করে নারীর বিয়ের বয়স ১৬ নয়, ১৮ বছরের বেশি হওয়ার তাগিদ দিয়েছে নারী বিষয়ক সংগঠন উইমেন এনভয়। এর পাশাপাশি ছেলেদের বিয়ের বয়সও ২১ এর বেশী হওয়া উচিত বলে মনে করে সংগঠনটি।

শুক্রবার (২০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি ল‍াউঞ্জে উইমেন এনভয় আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সংগঠনটির বক্তারা এ অভিমত প্রকাশ করেন।

এসময় বক্তারা বলেন, নারীর বিয়ে তাড়াতাড়ি দেওয়ার জন্য পিতা-মাতা ব্যতিব্যস্ত হয়ে পড়েন। এ দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মাতৃমৃত্যুর হার কমাতে চাইলে অবশই নারীর বিয়ের বয়স ১৮ বছরের বেশি হতে হবে। শুধু তাই নয়, ছেলেদের বিয়ের বয়সও ২১ এর বেশি হওয়া উচিত। সমাজকে নতুন করে গড়ার জন্য আমাদের আবার এ বিষয় নিয়ে ভাবতে হবে। নারীদের বিয়ের বয়স বাড়ানোর পাশাপাশি ছেলেদেরও বিয়ের বয়স বাড়াতে হবে।

নারীর বিয়ের বয়স ১৬ বছর করার সরকারি সিদ্ধান্তের বিপক্ষে যুক্তি উপস্থাপন করে আলোচকরা বলেন, নারীর শারীরিক ভারসাম্য, মানসিক চিন্তা ও সামাজিক গ্রহণযোগ্যতার বিচার করলে এ সিদ্ধান্ত ভুল হয়েছে।

বক্তারা বলেন, সরকার যেন নারীর বিয়ের বয়স ১৬ বছর করা সংক্রান্ত প্রস্তাবটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয় থেকে প্রত্যাহার করে। এর পাশাপাশি প্রান্তিক পিতা-মাতারা যেন মেয়েদের বিয়ে দেওয়ার থেকে তাদের শিক্ষাদানে অধিক মনোযোগী হন। এ বিষয়ে সরকার যেন নানা ধরনের প্রকল্প নেয়।

বক্তারা আরও বলেন, মেয়েদের বিয়ের বয়স ২০ ও ছেলেদের ক্ষেত্রে হতে হবে ২৫ বছর। কম বয়সে বিয়ে মানে, নারীর শিক্ষা, স্বাস্থ্য, জনসংখ্যা ও নিয়ন্ত্রণ, এসব খাতে পিছিয়ে যাওয়া।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উইমেন এনভয় এর সভাপতি শিখা ভূঁইয়া ও প্রস্তাব উপস্থাপন করেন জিনাত হুদা।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৩৫   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ