কেনিয়ায় জঙ্গি হামলায় নিহত ৪

Home Page » বিবিধ » কেনিয়ায় জঙ্গি হামলায় নিহত ৪
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫



kenya_bg_487295393.jpgবঙ্গনিউজ ডটকমঃ কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি হামলায় চারজন নিহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।স্থানীয় সময় বুধবার (১৮ মার্চ) এ ঘটনা ঘটে। দেশটির জঙ্গি সংগঠন আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে।

নিরাপত্তা কর্মীরা জানান, সোমালিয়া থেকে ১০০ কিলোমিটার দূরে কেনিয়ার ওয়াজিরের একটি দোকানে গ্রেনেড হামলা চালায় আল-শাবাব সদস্যরা। এতে ওই দোকানে থাকা চারজন নিহত হন।

বিস্ফোরণে পর দোকানটিতে আগুন ধরে যাওয়ায় ও নিহতদের শরীর পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

গত পাঁচদিনে কেনিয়ায়, বিশেষ করে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এটি চতুর্থ হামলার ঘটনা।

এদিকে, মার্কিন ড্রোন হামলায় জঙ্গি সংগঠন আল-শাবাবের নেতা আদনান গরর নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত শুক্রবার (১৩ মার্চ) সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমে দিনসুর শহরের কাছে মার্কিন ড্রোন হামলায় আদনান নিহত হন বলে বুধবার (১৮ মার্চ) নিশ্চিত করেছে পেন্টাগন।

২০১৩ সালে ক্যানিয়ার রাজধানীতে ওয়েস্টগেট মল হামলার ঘটনায় আদনান জড়িত বলে মনে করা হয়। ওই হামলায় ৬৭ বেসামরিক নাগরিক নিহত হন।

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, আল-শাবাবের নিরাপত্তা ও গোয়েন্দা শাখার সদস্য ছিল আদনান। একইসঙ্গে সংগঠনটির পরিচালনা পর্ষদেরও সদস্য ছিল সে।

বাংলাদেশ সময়: ১২:৪৮:৩১   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ