ফের ৭২ ঘণ্টা হরতালের ডাক ২০ দলীয় জোটের

Home Page » সংবাদ শিরোনাম » ফের ৭২ ঘণ্টা হরতালের ডাক ২০ দলীয় জোটের
শনিবার, ১৪ মার্চ ২০১৫



বঙ্গ নিউজ, ঢাকা:

hortal.jpg

২০ দলীয় জোট নতুন করে রবিবার (১৫ মার্চ) সকাল ৬টা থেকে বুধবার (১৮ মার্চ) সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে। এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু ।

তি্নি বলেন, আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ৭২ ঘণ্টা হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে দেশের চলমান সংকট নিরসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে নির্দেশনা দিয়েছেন তা মেনে নিয়ে অচিরেই দেশের বিরাজমান সমস্যা নিরসনে আলোচনার উদ্যোগ গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়।

শুক্রবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের সামনে যে বক্তব্য দিয়েছিলেন বিবৃতিতে হানিফের বক্তব্যকে অশোভন ও শিষ্টাচার বহির্ভূত উল্লেখ করে তার নিন্দা জানানো হয়।

গতকাল হানিফ বলেছিলেন, দেশনেত্রী কোথায়, কখন নতুন নির্বাচন দেয়ার কথা বলেছিলেন, এর জবাবে বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালের ১৯ ডিসেম্বর গণভবনে আওয়ামী লীগের নির্বাচন প্রস্তুতি কমিটি ও দলের নেতৃবৃন্দের যৌথ সভায় সভাপতির সূচনা বক্তব্যে শেখ হাসিনা নির্বাচনের পর আলোচনা অব্যাহত রাখা এবং সমঝোতা হলে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের অঙ্গিকার করেছিলেন। সেদিন সকল টিভি চ্যানেল ও পরদিন সকল জাতীয় দৈনিকে তার সেই বক্তব্য প্রকাশিত হয়। শেখ হাসিনার দেয়া সেই প্রতিশ্রুতির কথা খালেদা জিয়া তার সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন বলে বিবৃতিতে জানানো হয়।

এছাড়া দেশব্যাপী বিরোধীজোটের নেতাকর্মীদের গুম, খুন, অত্যাচার, নির্যাতন, অপহরণ, জেল-জুলুম, রিমান্ডে নেয়া এবং বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তারের প্রতিবাদে রবিবার সকাল ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৭২ ঘণ্টা হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২:৫১:১২   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ