এবার মওকা কার ?

Home Page » এক্সক্লুসিভ » এবার মওকা কার ?
শুক্রবার, ১৩ মার্চ ২০১৫



india-vs-bangladesh-1st-odi-mirpur.jpgখোকন-বঙ্গ-নিউজ: ‘পুল বি’তে চ্যাম্পিয়ন ভারত। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতই। এমন আভাস ছিল আগে থেকেই। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে জিততে পারলে ভারতকে এড়াতে পারত বাংলাদেশ। কিন্তু তা হয়নি। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে তিন উইকেটে হেরেছে টাইগাররা। ফলে শেষ আটে বাংলাদেশের লড়াই হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গেই। আগামী ১৯ মার্চ মেলবোর্নে শেষ চারে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে মাশরাফি ও ধোনি শিবির।
গ্রুপ পর্বের ৬ ম্যাচ থেকে ৩ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ‘পুল এ’র পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে। টানা পাঁচ ম্যাচ জিতে ‘পুল বি’ থেকে ভারত চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে।
শুক্রবার কিউইদের কাছে তিন উইকেটে হেরে গেলেও বাংলাদেশের হতাশ হওয়ার কিছু নেই। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়া টাইগারদের এই ম্যাচ থেকে প্রাপ্তি অনেক। প্রথম বাংলাদেশী হিসেবে এর আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন মাহমুদুল্লাহ রিয়াদ। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে তুলে নেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। মাত্র অষ্টম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরির রেকর্ড গড়েন মাহমুদুল্লাহ। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো দলের ব্যাটসম্যাই সেঞ্চুরি করতে পারেননি। কিন্তু রিয়াদ তা করে দেখিয়েছেন।
নিউজিল্যান্ড আগের পাঁচ ম্যাচেই প্রতিপক্ষ দলকে অলআউট করতে সক্ষম হয়েছে। তবে ২৭ রানে প্রথম দুই উইকেট হারানো বাংলাদেশকে এদিন অলআউট করতে পারেনি কিউইরা। অস্ট্রেলিয়ার বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ যেখানে ১৫১ রানে গুটিয়ে যায় টিম সাউদি-ট্রেন্ট বোল্টদের বোলিং তোপে পড়ে, সেখানে বুক চিতিয়ে লড়ে মাহমুদুল্লাহ-সৌম্য-সাব্বিররা দলকে ২৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো দল আর এতো রান করতে পারেনি।

bangladesh-vs-india-live-stream.jpgপ্রাপ্তির খাতায় যোগ করা যেতে পারে সাকিবের ৪ উইকেট লাভ। দেশসেরা ক্রিকেটার নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারে একে একে ফেরান দুই বিধ্বংসী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসনকে। এরপর পথের কাঁটা হয়ে থাকা সেঞ্চুরিয়ান গাপটিল ও লুক রনকিকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেন। যদিও ৭ বল বাকি থাকতে শেষ হাসি হাসে কিউইরা।
আগের ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। পরের ম্যাচে কিউইদের কঠিন পরীক্ষা নেয় মাশরাফির দল। টাইগাররা এই পারফরমেন্সের ধারাবাহিকতা যদি কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বজায় রাখতে পারে তবে সেমিফাইনালে যাওয়াটা অসম্ভব নয়। ভারতকে তো ২০০৭ বিশ্বকাপে হারিয়ে নকআউট পর্বে উত্তীর্ণ হয়েছিল টাইগার শিবির।

আসল মওকা কার সেটা মাঠেই প্রমান হবে

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৩৫   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ