বিএনপি নেতা সালাহ উদ্দিন আটক

Home Page » আজকের সকল পত্রিকা » বিএনপি নেতা সালাহ উদ্দিন আটক
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫



bongo-news.jpgবিশেষ প্রতিনিধিঃবিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে।
দীর্ঘদিন ধরে অজ্ঞাত স্থানে থেকে বিএনপির নামে বিবৃতি পাঠিয়ে আসছিলেন তিনি। আটক হবার খবর তার পরিবার দাবি করেছে।
এই বিএনপি নেতার স্ত্রী হাসিনা আহমেদ বুধবার বলেছেন, মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে তার স্বামীকে।
গত রাতে উত্তরার এক বাসা থেকে তাকে (সালাহ উদ্দিন) আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকের লোকজন ধরে নিয়ে যায়। তাকে কোথায় নেওয়া হয়েছে, তা আমরা জানতে পারিনি।সালাহ উদ্দিনকে আটকের অভিযোগ পরিবার থেকে করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তা স্বীকার করেনি।
এ বিষয়ে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, বিএনপির এই নেতাকে গ্রেপ্তারের বিষয়টি তার জানা নেই।
একই কথা বলেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমানও।
সাবেক সরকারি কর্মকর্তা সালাহ উদ্দিন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য। তার স্ত্রী হাসিনাও সংসদ সদস্য ছিলেন।
রাজনৈতিক উত্তাপের মধ্যে গত জানুয়ারি মাসের শেষ দিকে রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর সালাহ উদ্দিনের নামে হরতালসহ নানা কর্মসূচির বিবৃতি আসছিল। তবে নিজের অবস্থান প্রকাশ করছিলেন না এই রাজনীতিক। বিএনপির অভিযোগ, সরকারের দমন-পীড়নের মুখে তাদের নেতারা স্বাভাবিক তৎপরতা চালাতে পারছেন না। সালাহ উদ্দিনের নামে সর্বশেষ বিবৃতিটি গণমাধ্যমে এসেছিল মঙ্গলবার বিকালে। তাতে ২০ দলের হরতাল শুক্রবার সকাল পর্যন্ত বাড়ানোর বার্তা দেওয়া হয়।

দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্মমহাসচিব রিজভী গ্রেপ্তার হওয়ার পর মুখপাত্রের দায়িত্ব নিয়েছিলেন সালাহ উদ্দিন। সেবারও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এবার আটকের বিষয়ে পুলিশ এখনও মুখ না খুললেও গত কিছুদিনে কয়েকটি ঘটনায় পরে আইনশৃঙ্খলা বাহিনীকে গ্রেপ্তারের কথা স্বীকার করতে দেখা গেছে। সম্প্রতি মাহমুদুর রহমান মান্নার ক্ষেত্রেও তা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১০:১৪:৩৯   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ