২টি প্রিতি ম্যাচের জন্য আর্জেন্টিনার ২২ সদস্যের দল ঘোষনা

Home Page » এক্সক্লুসিভ » ২টি প্রিতি ম্যাচের জন্য আর্জেন্টিনার ২২ সদস্যের দল ঘোষনা
বুধবার, ১১ মার্চ ২০১৫



arjenn.jpgখোকন-বঙ্গ-নিউজ: আগামী জুনে চিলিতে বসতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৪তম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে মার্চের শেষ সপ্তাহে এল সালভাদর ও ইকুয়েডরের সঙ্গে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটির জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো। মঙ্গলবার ঘোষিত এই দলে রয়েছে তিনটি চমক।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক জেরোনিমো রুলি। এ ছাড়া ২০১১ সালের পর দলে ফিরেছেন ভিয়ারিয়াল ডিফেন্ডার মাতিও মুসাচিহো। ২০১৩ সালে একমাত্র ম্যাচ খেলা ভ্যালেন্সিয়া ডিফেন্ডার লুকাস অরবানও দলে ঠাঁই পেয়েছেন।

এ ছাড়া লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজের মতো সব তারকা খেলোড়ারকেই দলে রেখেছেন মার্টিনো।

আগামী ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এল সালভাদর এবং ৩১ মার্চ নিউ জার্সিতে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

resize.jpgআর্জেন্টিনার ২২ সদস্যের দল :

গোলরক্ষক : নাহুয়েল গুজম্যান, সার্জিও রোমেরো, জেরোনিমো রুলি।

ডিফেন্ডার : এজিকুয়েল গ্যারে, পাবলো জাবালেতা, মার্কোস রোহো, ফ্যাকুণ্ড রোকাগলি, মাতিও মুসাচিহো, লুকাস অরবান, নিকোলাস ওটামেন্ডি।

মিডফিল্ডার : হাভিয়ের মাশচেরানো, হাভিয়ের পাস্তোরে, অ্যাঙ্গেল ডি মারিয়া, লুকাস বিগলিয়া, রোবার্তো পেরেইরা, এভার বানেগা, এঞ্জো পেরেজ।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, এজিকুয়েল লেভেজ্জি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, কার্লোস তেভেজ।

তথ্যসূত্র : স্কাই স্পোর্টস

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৫০   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ