বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে নারীর অবস্থান সুদৃঢ় করেছে’

Home Page » আজকের সকল পত্রিকা » বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে নারীর অবস্থান সুদৃঢ় করেছে’
রবিবার, ৮ মার্চ ২০১৫



nari-picture-durgapur.jpgবিশেষ প্রতিনিধি,বঙ্গ-নিউজঃ নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে কারিতাস, ডিএসকে, ওয়ার্ল্ড ভিশন, ওয়াইডাব্লিউসিএ, সারা, ওয়াইএমসিএ ব্র্যাক এর সহায়তায় বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস/১৫ উদযাপন করা হয়েছে।
সকাল ১১টায় সরকারী বে-সরকারী বিভিন্ন দপ্তর ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে এক বর্নাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে ‘‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, বিশেষ অতিথি ছিলেন, ইংল্যান্ড এর নারী সেচ্ছাসেবক মিস লরা ও মিস ফিউনা, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সুসং ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ ড. ভবানী সাহা, মহিলা কলেজ অধ্যক্ষ দেলোয়ারা বেগম, প্রধান শিক্ষিকা সুরাইয়া গুলশান আরা বেগম, এনজিও প্রতিনিধি লুদিয়া রুমা সাংমা প্রমুখ। আলোচরা বলেন,দেশ জুড়ে আন্দোলনের নামে নাশকতায় যেভাবে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে তার বিরুদ্ধে নারী সমাজকে সোচ্চার হওয়া দরকার।১৮৫৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি সেলাই কারখানায় নারী শ্রমিকরা ভোটাধিকার, শ্রমঘন্টা দৈনিক ৮ ঘণ্টা, ন্যায্য মজুরিসহ বেশ কয়েকেটি সুনির্দিষ্ট দাবিতে আন্দোলন করে নির্যাতনের শিকার হন।
প্রথম নারী শ্রমিক ইউনিয়নও গঠিত হয় ১৮৬০ সালের এই দিনে। পরে ১৯০৮ সালে পোশাক ও বস্ত্রশিল্প কারখানার প্রায় দেড় হাজার নারী শ্রমিক একই দাবিতে আন্দোলন করেন। অবশেষে আদায় করে নেন দৈনিক আট ঘণ্টা কাজ করার অধিকার। ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন ৮ই মার্চ নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব করেছিলেন। পরে ১৯৭৭ সাল থেকে ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় জাতিসংঘ । এরপর থেকেই সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালন করে আসছে। একইসঙ্গে এ দিন অঙ্গীকার ব্যক্ত করা হয় নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সমঅধিকার এবং তাদের মর্যাদার বিষয়ে।আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্তরে এক মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

বাংলাদেশ সময়: ২০:২৩:২০   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ