জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

Home Page » সংবাদ শিরোনাম » জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
সোমবার, ২ মার্চ ২০১৫



বঙ্গ নিউজ, ঢাকাঃ

india-bangladesh-to-meet-at-border-for-joint-retreat_061113104528.jpg

সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি চিঠি হস্তান্তর করেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর । ভারতের পররাষ্ট্র সচিব আরও জানান, খুব শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন মাননীয় প্রধানমন্ত্রী । বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, চিঠিতে নরেন্দ্র মোদী বলেছেন, ‘আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি বাংলাদেশ সফরের জন্য।’ এ সময় শেখ হাসিনাকেও ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদী ।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরও জানান, সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া যৌথভাবে যেসব কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে সেগুলো ভালোভাবেই চলছে বলে পররাষ্ট্র সচিব সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব তাদের সন্তুষ্টির কথা জানান।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাতের বিষয় স্মরণ করে বলেন, ‘নিউইয়র্ক ও কাঠমান্ডুতে আমাদের কথা হয়েছে, অনেক বিষয়ে একমত হয়েছি এখন শুধু বাস্তবায়ন হবে।’

এসময় ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘সার্কের কাঠামোর বাইরেও আরো কিছু দ্বিপাক্ষিক বিষয় আমরা বাস্তবায়ন করতে পারি।’

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে আরো বিদ্যুৎ চেয়ে বলেন, আমরা পালাটানা থেকে আরো কিছু বিদ্যুৎ পেতে চাই। উত্তরে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন বিদ্যুৎ আসবে। বিদ্যুৎ খাতে দু’দেশের বেসরকারি উদ্দোক্তাদের কাজে লাগানো যেতে পারে বলেও মত দেন তিনি।

ভুটান থেকে ভারত হাইড্রোলিক পাওয়ার প্ল্যাণ্টের বিদ্যুৎ আনার উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ভুটান যদি আরো বিদ্যুৎ উৎপাদন করতে পারে তাহলে বাংলাদেশও সেখান থেকে আনতে পারবে।

এছাড়া অচিরেই ভারত-বাংলাদেশের মধ্যে দু’টি চুক্তি স্বাক্ষর হবে। ভারতের সঙ্গে দু’টি নতুন চুক্তি করা হবে বলেও বৈঠকের আলোচনার কথা শামীম চৌধুরী নিশ্চিত করেছেন। এ চুক্তি দুটি হচ্ছে- ট্রেড প্রোটকল ও কোস্টাল শিপিং।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গহর রিজভী, দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:০২:৩৬   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ