কাকা-রোনালদিনিয়ো উপেক্ষিত

Home Page » খেলা » কাকা-রোনালদিনিয়ো উপেক্ষিত
বুধবার, ১৫ মে ২০১৩



ronaldinho-kaka-brasil.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ আগামী ১৫ থেকে ৩০ জুন ব্রাজিলে হবে বিশ্বকাপের প্রস্তুতিমূলক প্রতিযোগিতাটি। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের সঙ্গী জাপান, ইতালি ও মেক্সিকো। ‘বি’ গ্রুপের চার দল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, উরুগুয়ে, তাহিতি ও নাইজেরিয়া।অভিজ্ঞ খেলোয়াড়দের উপেক্ষা করে ২৩ সদস্যের দলে তরুণদের প্রাধান্য দিয়েছেন ব্রাজিলের কোচ লুইজ ফেলিপে স্কলারি। সাবেক দুই ফিফা বর্ষসেরা কাকা-রোনালদিনিয়ো ছাড়াও তাই সুযোগ পাননি ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল, চেলসির মিডফিল্ডার রামিরেস ও এসি মিলানের স্ট্রাইকার আলেক্সান্দার পাতো।

২ জুন রিও ডি জেনিরোতে ইংল্যান্ড এবং এক সপ্তাহ পর বেলো হরিজন্তেতে ফ্রান্সের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেও ব্রাজিলের এই দলটিই মাঠে নামবে।

মঙ্গলবার রিও ডি জেনিরোর একটি হোটেলে প্রায় ৩০০ সাংবাদিকের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে স্কলারি বলেন, “আমাদের দলে অভিজ্ঞতার ঘাটতি থাকলেও তরুণ খেলোয়াড়দের উদ্দীপনায় তা পূরণ হয়ে যাবে।”

কাকা-রোনালদিনিয়োদের না থাকার প্রতি ই্ঙ্গিত করে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের কোচ বলেন, “কোনো খেলোয়াড়ের দলে না থাকার অর্থ, তার ওপরে আমার আস্থা নেই। তেমনি কারো দলে থাকার মানে হচ্ছে তার ওপরে আমার আস্থা রয়েছে।”

গত নভেম্বরে মানো মেনেজেস বরখাস্ত হওয়ার পর দ্বিতীয় বারের মতো ব্রাজিলের কোচের দায়িত্ব পাওয়া স্কলারির অধীনে সময়টা ভালো কাটছে না পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সর্বশেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিতেছে ব্রাজিল, ড্র করেছে তিনটিতে।

ব্রাজিল দল:
গোলরক্ষক: জুলিও সিজার, ডিয়েগো ক্যাভালিয়ারি ও জেফারসন।
ডিফেন্ডার: রেভার, থিয়াগো সিলভা, জিন, দানিয়েল আলভেজ, মার্সেলো, ডেভিড লুইজ, দান্তে ও ফিলিপে লুইস।                                                                  মিডফিল্ডার: পলিনিয়ো, লুইজ গুস্তাভো, ফার্নান্দো, হার্নানেস, অস্কার ও লুকাস।
স্ট্রাইকার: হাল্ক, বার্নার্ড, লিয়ান্দ্রো দামিয়াও, ফ্রেড, নেইমার ও জেডসন।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:২০   ৫১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ