মাঝে মধ্যে পেনাল্টি মিস হতেই পারে: লুইস এনরিক

Home Page » এক্সক্লুসিভ » মাঝে মধ্যে পেনাল্টি মিস হতেই পারে: লুইস এনরিক
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৫



ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের খেলায় মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা। গত মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বার্সার কাছে ২-১ গোলে হেরে যায় ম্যানসিটি। তারপরও খুশি ম্যানসিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি! দলের হারের জন্য নয়, তার উচ্ছ্বাসটা লিওনেল মেসির পেনাল্টি মিসের জন্য। ম্যানসিটি কোচ মনে করেন, এই পেনাল্টি মিসের কারণেই চ্যাম্পিয়নস লিগের আশা এখনো বেঁচে রয়েছে তাদের। এর জন্য অবশ্য বার্সেলোনা সুপারস্টার মেসিকে কৃতিত্ব দিলেন পেলেগ্রিনি। জানালেন, জো হার্টের কাছে আটকা পড়ায় মেসি বড় বাঁচাই বাঁচিয়েছে সিটিকে।

পেলেগ্রিনি বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেভ ছিল। ব্যবধানটা ৩-১ হলে আমরা খুবই সমস্যায় পড়ে যেতাম। ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারাটা খুব খারাপ ফল না। তবে আমরা বার্সেলোনার মাঠে জেতার জন্যই যাব। সেটা করার সুযোগ এখনো আমাদের সামনে রয়েছে।’

পেলেগ্রিনি আরো বলেন, ‘বার্সেলোনায় গিয়ে আমরা যদি আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারি যেটা দ্বিতীয়ার্ধে খেলেছি, তাহলে জয়ের সুযোগ থাকবে। আমারা আমাদের মতো খেলতে পারলে জেতা সম্ভব। যখন আমাদের কাছে বল থাকবে, তখন আমাদেরকে আমাদের মতোই খেলতে হবে। যেটা প্রতি সপ্তাহে আমরা প্রিমিয়ার লিগে খেলে থাকি।’

এদিকে বার্সেলোনার কোচ লুইস এনরিক পেনাল্167560.jpgটি মিসের জন্য মেসিকে দায়ি করছেন না। কারণ, মাঝে মধ্যে দুই-একটা পেনাল্টি মিস হতেই পারে, ‘যে সব খেলোয়াড় পেনাল্টি কিক নেয়, তাদের মাঝে মধ্যে মিস হতেই পারে। কিন্তু মেসির প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা বেশ পরিপূর্ণ একটা ম্যাচ খেলেছি। ফল নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। আমাদের দলের পারফরম্যান্স বেশ ভালো ছিল। প্রতিপক্ষের চেয়ে আমরা মাঠে বেশ ভালো অবস্থায় ছিলাম।’

বার্সেলোনাকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে কমপক্ষ ২-০ গোলের ব্যবধানে জিততে হবে ম্যানচেস্টার সিটিকে।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:৪৮   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ