হঠাৎ হলুদ বৃষ্টি, চমকে উঠল সবাই

Home Page » এক্সক্লুসিভ » হঠাৎ হলুদ বৃষ্টি, চমকে উঠল সবাই
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৫



jk1.jpgখোকন (বঙ্গ-নিউজ): সকালে হঠাৎই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই সময় বাড়ির সামনে নলকূপের কাছে যাওয়ার পথে চমকে ওঠেন গৃহবধূ চন্দ্রিমা ভক্তা। গাঢ় হলুদ রঙের বৃষ্টির জলের ফোঁটা দেখে অবাকও হন চন্দ্রিমাদেবী। শুধু তিনি নন, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরীর পাশে মেশেড়া গ্রামের একাংশে আচমকা হলুদ রঙের বৃষ্টির ফোঁটা দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ৭ মিনিট স্থায়ী ওই বৃষ্টির জেরে গাছের পাতা, বাড়ির উঠোন, ছাদে হলুদ রঙের ছোপও পড়েছে।
আবহাওয়া দফতরের বিজ্ঞানীদের মতে, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া ওই এলাকায় বাতাসে ব্যাপক দূষণের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে অনুমান, এ ক্ষেত্রে অ্যাসিড মিশ্রিত থাকায় বৃষ্টির জলের রং হলুদ। সাধারণত, কলকারখানা থেকে বাতাসে সালফার ডাই অক্সাইড নির্গত হয়।

rain-1424924688.jpgবাতাসে সালফার ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে জলীয় বাস্পের সঙ্গে বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। জলের সঙ্গে ওই অ্যাসিড মিশে বৃষ্টির মাধ্যমে নেমে এলে তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। অ্যাসিড বৃষ্টিতে ফসল, গাছপালার ক্ষতি হয়। ওই বৃষ্টির জল মানুষের গায়ে লাগলে চামড়া পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।
এ দিন সকালে মেশেড়া গ্রামের পশ্চিম পাড়ায় শিব মন্দিরের কাছে ওই এলাকায় গিয়ে দেখা যায়, লাউ, বেগুন, কলা, টম্যাটো গাছের পাতায়, বাড়ির উঠোনে, ছাদে হলুদ রঙের প্রচুর ছোপ ফুটে উঠেছে। স্থানীয় বাসিন্দা চন্দ্রিমাদেবী জানান, এ দিন সকাল থেকে আবহাওয়া বেশ কুয়াশাচ্ছন্ন ছিল। কোনও বৃষ্টি হয়নি। সকাল ৯টা নাগাদ জামাকাপড় কাচার জন্য বাড়ির সামনে নলকূপের দিকে যাওয়ার পথে তিনি দেখতে পান, আচমকা গুঁড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু মাটিতে যেখানে বৃষ্টির জলের ফোঁটা পড়ছে, সেখানেই হলুদ ছোপ পড়ে যাচ্ছে।” তিনি বলেন, “বৃষ্টির জল দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে প্রতিবেশীদের ডাকি।
পাড়ার বাসিন্দা ছন্দা ভক্তা, প্রৌঢ়া ললিতা বাগ বলেন, “আমাদের এলাকায় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই উড়ে এসে পড়ে জানি। তাতে গাছের পাতা, বাড়ির ছাদে কালো আস্তরণ পড়ে যায়। কিন্তু আগে এ রকম হলুদ রঙের বৃষ্টি হতে কোনও দিন দেখিনি। তাই কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম।” স্থানীয় বাসিন্দা একাদশ শ্রেণির ছাত্র সেবাব্রত ভক্তা বলেন, “পাঠ্য বইয়ে পড়েছি, দূষণের জেরে হলুদ রঙের অ্যাসিড বৃষ্টি হয়। এলাকায় যেহেতু প্রচুর দূষণ হয়, তাই এটাও অ্যাসিড বৃষ্টি বলেই মনে হচ্ছে।”
গ্রামের বাসিন্দারা জানান, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ২ কিলোমিটার দূরে মেসেড়া গ্রাম। গ্রামের কাছে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রের একাধিক ছাই খাদান। শীত ও গ্রীষ্মকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনির ছাই ছাড়াও ওইসব ছাই খাদান থেকে লরিতে করে ছাই বোঝাই করে নিয়ে যাওয়ার পথে প্রচুর ছাই উড়ে এসে। ফলে গাছপালা, বাড়ির ছাদে কালো আস্তরণ পড়ে যায়।
স্থানীয় বাসিন্দা তথা স্কুল শিক্ষক দেবব্রত ভক্তা বলেন, “তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছকাছি থাকায় আমরা ছাই দূষণের বিষয়ে জানতাম। কিন্তু এ দিন যে হলুদ রঙের রাসায়নিক বৃষ্টি হয়েছে, তা দূষণের জেরেই হয়েছে বলে আমাদের অনুমান। তাই এ নিয়ে উদ্বেগ আরও বেড়ে গেল।” তাঁর দাবি, দূষণ রোধের বিষয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষেরও নজর দেওয়া উচিত। মেচেদা দূষণ বিরোধী প্রতিরোধ কমিটির সহ-সভাপতি চিকিৎসক বিশ্বনাথ পড়িয়া বলেন, “তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাইয়ের কয়লাগুড়োর সঙ্গে থাকা সালফার, কার্বন, অ্যামোনিয়া প্রভৃতি রাসায়নিক পদার্থ জলীয় বাস্পের সঙ্গে অ্যাসিড জাতীয় তরল উৎপন্ন হয়ে রঙিন বৃষ্টির ফোঁটার মত পড়তে থাকে। এ দিনের ঘটনাও সেই কারণেই ঘটেছে বলে মনে হচ্ছে।” কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার তাপস পাত্র বলেন, “তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার ছাইয়ে সালফার জাতীয় পদার্থ খুব বেশি পরিমাণে থাকে না। তাই ছাই দূষণ থেকে এই ধরনের ঘটনা ঘটেছে, এই অভিযোগ ঠিক নয়। দূষণ রোধে আধুনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তথ্য: খবর আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ১৩:৪৬:১৫   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ