মানুষ পুড়িয়ে হত্যাকারীদের সঙ্গে বসতে বলবেন না’

Home Page » আজকের সকল পত্রিকা » মানুষ পুড়িয়ে হত্যাকারীদের সঙ্গে বসতে বলবেন না’
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৫



hasaina-1424155655.jpgবিশেষ প্রতিনিধিঃযারা পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে হত্যা করছে, তাদের সঙ্গে এক টেবিলে আলোচনায় বসার তাগিদ না দিতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় যাদুঘর মিলনায়তনে চলমান হরতাল-অবরোধে নৃশংসভাবে পুড়িয়ে মানুষ হত্যার তথ্যচিত্র প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

যারা বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত কয়েক দিন ধরে অনুরোধ জানাচ্ছেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা অনুরোধ থাকবে। আমি রাজনীতি নিজের জন্য করি না। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি রাজনীতি করি মানুষের জন্য। মানুষকে সুন্দর জীবন দিতে চাই। তাই যারা মানুষ পুড়িয়ে মারে, তাদের সঙ্গে একসঙ্গে বসতে বলবেন না। এটি আমার জন্য সবচেয়ে কষ্টের। আমাকেও তো তারা হত্যা করতে চেয়েছিল।’

পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ও অন্যান্য সহযোগিতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার পেট্রোল বোমায় অগ্নিদগ্ধদের সহযোগিতা করে যাচ্ছে। প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছি। যাদের বাস, গাড়ি পুড়ে যাচ্ছে তাদেরও সহায়তা দিচ্ছি।’

ধর্মের নামে মানুষ হত্যা করা হচ্ছে বলে এ সময় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কেন মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে? যারা ইসলামের নামে এসব করে তারা কি মানুষ? ধর্ম কি মানুষকে এসব নাশকতা করতে বলে?’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে নিহত ব্যক্তিদের মায়ের কান্না কি তার (খালেদা জিয়া) বুকে ধরে না। এই যে মায়েরা কাঁদছে, তার কোনো অনুভূতি কি তার মধ্যে আছে? এই নির্মমভাবে মানুষ হত্যা করা কখনই মেনে নেওয়া যায় না।’

তিনি আরো বলেন, ‘দেশে বর্তমানে যে পরিস্থিতি বিদ্যমান, আমরা ২০০১ সালের নির্বাচনের পর একই অবস্থা দেখেছিলাম। সে সময় ছয় বছরের কন্যাশিশুকেও ধর্ষণ করা হয়েছিল, কারণ তার বাবা-মা নৌকায় ভোট দিয়োছিল।’

তিনি পেট্রোল বোমাসহ নানা নাশকতায় মানুষ হত্যাকারীদের রুখে দেওয়ার জন্য দেশের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩:১৭:২৯   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ