আলোচনায় বসতে আবারও আহবান- সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর

Home Page » প্রথমপাতা » আলোচনায় বসতে আবারও আহবান- সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৫



bay.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রীকে আলোচনায় বসার জন্য আবারও আহবান জানিয়ে বলেছেন, দেশের ১৮ কোটি মানুষের দাবি, সংকট নিরসনে অবশ্যই তাদের আলোচনায় বসতে হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দলের বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় আয়োজিত প্রতীক গণঅনশন কর্মসূচির শুরুর পর দেওয়া প্রাথমিক বক্তব্যে এ আহবান জানান তিনি।

বি. চৌধুরী বলেন, বাংলাদেশ এখন জ্বলছে। এই ভয়াবহ অবস্থায় প্রধানমন্ত্রীর দায়িত্ব সবচেয়ে বেশি। সংকট সমাধানে অবশ্যই তাকে দায়িত্ব নিতে হবে। কথা তাকে বলতেই হবে। ২০ দলীয় জোট নেত্রীকেও কথা বলতে হবে। দেশ ও জনগণের ভবিষ্যৎ চিন্তা করেই তাদের কথা বলতে হবে।

বি. চৌধুরী বলেন, ১৮ কোটি মানুষের একটাই দাবি, দেশের শান্তি নিশ্চিত করতে হবে।

আমরা জনগণের জন্য রাজনীতি করি। বিদেশিদের মাধ্যমে সংলাপ হলে তা দেশের জন্য লজ্জাজনক হবে উল্লেখ করে তিনি বলেন, ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে আপত্তি কিসের?

তিনি বলেন, আওয়ামী লীগ বলেছিল, ৫ জানুয়ারির নির্বাচন ছিল নিয়ম রক্ষার নির্বাচন। বিএনপিও এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে এ রকম একটি নির্বাচন করেছিল।

বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. রফিক চৌধুরী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান (এনএলপি) আবদুল্লাহ জিয়া, বিকল্পধারার কেন্দ্রীয় নেতা মাহবুব আলী, মুক্তিযোদ্ধা হারুন খান, হাফিজুর রহমান ঝন্টু, শাহ আহমেদ বাদল, মাহফুজুর রহমান, ওবায়েদ মৃধা, আসাদুজ্জামান বাচ্চু, সাইফুল ইসলাম শোভন, বিএম নিজামসহ নেতাকর্মীরা গণঅনশনে উপস্থিত রয়েছেন।

বিকাল ৫টায় প্রতীকী গণঅনশন কর্মসূচি শেষ করার আগে বি. চৌধুরী আবারও বক্তব্য রাখবেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৪৮   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ