অকার্যকর নির্বাচনী আইন সংস্কারের কথা ভাবছে ইসি

Home Page » জাতীয় » অকার্যকর নির্বাচনী আইন সংস্কারের কথা ভাবছে ইসি
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৫



nirba.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ জাতীয় সংসদ থেকে শুরু করে স্থানীয় সব নির্বাচনের অকার্যকর আইন ও বিধিমালা সংস্কারের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির আইন শাখাকে এরই মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদেক্ষপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এদেশের সকল নির্বাচনী আইন ও বিধিমালার অধিকাংশই ভারত ও ব্রিটেনের অনুকরণে করা হয়েছে। কিন্তু অনেক আইন ও বিধিমালা বর্তমানে কার্যকর নেই। অনেকগুলো আবার যুগোপযোগীও নয়। তাই আইন ও বিধিমালাগুলো যুগোপযোগী করতেই এ উদ্যোগ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আগে প্রত্যেক সিটি কর্পোরেশনের জন্য আলাদা আলাদা আইন ও বিধিমালা ছিলো। পরবর্তীতে সব সিটি কর্পোরেশনের জন্য অভিন্ন আইন-বিধি করা হয়। কিন্তু স্থানীয় নির্বাচগুলোর বিধিমালা আলাদাই রয়ে যায়। আবার অনেক বিষয় জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকাও সত্বেও আইন-বিধি আলাদাই রয়ে গেছে। তাই এসব বিষয় খতিয়ে দেখা হবে। এরপর যেখানে যেখানে সঙ্গতি আনা দরকার, ইসি তা করবে।

সম্প্রতি এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ইসির আইন শাখাকে নির্দেশ দিয়েছেন সচিব সিরাজুল ইসলাম।

তিনি ওই নির্দেশনায় বলেছেন, ‘জাতীয় সংসদ ও স্থানীয় সরকার পর্যায়ের সকল নির্বাচনের অকার্যকর আইন ও বিধিমালা পর্যালোচনা করে সংশোধনীর জন্য প্রস্তাব উপস্থাপন করতে হবে। আইন শাখা যদি এ কাজ না পারে তবে আউট সোর্সিং এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠান নিয়োগ করে এ কাজ সম্পন্ন করতে হবে।’

এ বিষয়ে ইসির উপ-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা বঙ্গনিউজকে বলেন, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনগুলোর মধ্যে জেলা পরিষদ আইনে ব্যাপক অসঙ্গতি রয়েছে। এই আইনটিতে বলা হয়েছে, পরিষদ গঠন হওয়ার পর মন্ত্রণালয় গেজেটে নির্ধারণ করবে কতদিনের মধ্যে নির্বাচন করতে হবে। এছাড়া এর বিধিমালা করার এখতিয়ারও মন্ত্রণালয়ের হাতেই রাখা হয়েছে। অথচ অন্য স্থানীয় সরকারগুলোর ক্ষেত্রে এ এখতিয়ার নির্বাচন কমিশনের উপর ন্যস্ত।

এছাড়া নির্বাচনী বিধিমালাগুলোর মধ্যেও সামঞ্জস্য নেই। একেক নির্বাচনের জন্য একই অপরাধের শাস্তি আলাদা। প্রার্থীদের করণীয়, সীমাবদ্ধতা প্রভৃতিও আলাদা। যদিও ইসি নিজেই বর্তমানে স্থানীয় নির্বাচগুলোর জন্য অভিন্ন বিধিমালা প্রণয়নের কাজ করছে। তবে এ সংস্কার কার্যক্রমের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের বিধিমালাতেও সামঞ্জস্য আনা হবে।

এ বিষয়ে ইসির উপ-সচিব আব্দুল অদুদ বঙ্গনিউজকে বলেন, এখনই সংসদ নির্বাচনের আইন বিধি সংস্কার শুরু করা হবে না। কেননা, সংসদ নির্বাচনের এখনো অনেক দেরি। এছাড়া এখনই এ উদ্যোগ নিতে গেলে আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতিবাচক ধারণা সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ সময়: ১২:৪৫:২১   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ