হঠাৎ নাক দিয়ে রক্তক্ষরণ?

Home Page » স্বাস্থ্য ও সেবা » হঠাৎ নাক দিয়ে রক্তক্ষরণ?
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৫



blood.jpgবঙ্গ-নিউজ ডটকম: হঠাৎ করে নাক দিয়ে রক্ত আসাটা মোটেও ভালো চোখে দেখেন না কেউ। কারণ ছাড়াই তাজা রক্ত আসতে দেখে সবারই মাথা চক্কর দিয়ে ওঠে। তবে এ সমস্যা সাধারণত শিশু ও বৃদ্ধদের বেলায় বেশি দেখা যায়। দৃশ্যত কোনো কারণ না থাকলেও নাক দিয়ে রক্ত পড়ার পেছনে লুকিয়ে থাকে বেশ কিছু কারণ। আজ জেনে নেব নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার সম্বন্ধে।

রক্তপাতের কারণ

আমাদের নাকের ভেতরের রক্তনালি খুব স্পর্শকাতর। সামান্য আঘাত বা ঘষা লাগলেও তা ছিঁড়ে যেতে পারে এবং রক্তপাত হতে পারে। নাকে কোনো ভোঁতা বস্তুর আঘাত লাগা, বাইরের বস্তু ঢোকা, নাক খুঁটার সময় নখের আঘাত লাগা ইত্যাদি কারণকে আমরা দায়ি করতে পারি। আবার নাকের পলিপ, সাইনোসাইটিস, প্রদাহ ইত্যাদি কারণেও রক্তপাত হতে পারে। নাক ছাড়া শরীরের অন্যান্য জায়গায়, বিশেষ করে মাথায় আঘাত, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, রক্তস্বল্পতা বা অন্য কোনো রোগ, রক্ত জমাট বাঁধতে সমস্যা হওয়া, ক্যানসার বা লিউকেমিয়া ইত্যাদিতে নাক দিয়ে রক্তপাত হতে পারে। কিছু ওষুধ যেমন অ্যাসপিরিন, আইবুপ্রফেন ইত্যাদি খেলেও রক্তপাত হতে পারে। আবার অনেক সময় নাকের রক্তপাতের কোনো কারণই খুঁজে পাওয়া যায় না।

এড়িয়ে যান

মাথা পেছনে হেলাবেন না বা মাথা উঁচু করে নাক দিয়ে নিঃশ্বাস টানবেন না। এতে নাক থেকে রক্ত গলার ভেতর দিয়ে সোজা পেটে চলে যাবে। এই রক্ত শ্বাসনালিতে চলে যাওয়াটাও ঝুঁকিপূর্ণ।

করণীয়

হঠাৎ করে নাক থেকে রক্ত পড়তে শুরু করলে ঘাবড়ে না গিয়ে সোজা হয়ে বসুন ও দুই আঙুল দিয়ে নাকটা একটু চাপ দিয়ে ধরে টেনে রাখুন। নাকের ওপরের দিকে যে শক্ত হাড় আছে, তার ঠিক নিচেই রয়েছে নরম তরুণাস্থি। ঠিক এ জায়গাটাতেই জোরে চেপে ধরতে হবে। এভাবে ৫ থেকে ১৫ মিনিট ধরে রাখুন। এ সময় নাক দিয়ে নিঃশ্বাস নেওয়াটা বন্ধ রেখে মুখ দিয়ে শ্বাস নিতে হবে। নাকের ওপর একটু বরফ দিয়ে সেঁক দিতে পারেন। যদি ২০ মিনিট পার হওয়ার পরও সমস্যার সমাধান না হলে চিকিৎসকের পরামর্শ নিন। অনেক সময় নাকের রক্তপাতের সঙ্গে মাথাব্যথা, ঝিমঝিম লাগা, কানে ভনভন শব্দ বা চোখে দেখতে সমস্যা হলে অবশ্যই জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:১৪:০৫   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

স্বাস্থ্য ও সেবা’র আরও খবর


২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন করোনার টিকার চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনা
বাড়ির আঙ্গিনাতেই আছে ওজন কমানোর উপায়
মারাত্মক আঘাত হানতে পারে সিত্রাং দেশের ১৩ জেলায়
অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
৭৫ দেশে ছড়িয়ে গেছে মাঙ্কিপক্স , সর্বোচ্চ সতর্কতা জারি
আবার করোনার পাগলা ঘোড়া, এক লাফে মৃত্যু ১২!

আর্কাইভ