আবারও সংলাপের আহ্বান নাগরিক সমাজের

Home Page » জাতীয় » আবারও সংলাপের আহ্বান নাগরিক সমাজের
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৫



samsul_hoda_150901023.jpgবঙ্গ-নিউজ ডট-কমঃ চলমান রাজনৈতিক সংকট নিরসনে দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোকে আবারও সংলাপে বসার আহ্বান জানিয়েছে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনের শুরুতেই জানানো হয়, পেশাজীবীদের সংগঠন নাগরিক সমাজের আহ্বায়ক হিসেবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদাকে আহ্বায়ক করা হয়েছে। আর এ সংগঠনের সদস্য হিসেবে থাকছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রধান এম হাফিজউদ্দিন খান, বেসরকারি সংস্থা পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান মনসুর আহসান মনসুর, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সিএম শফী সামী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার ও আইনজীবী শাহদীন মালিক।

এছাড়া, শুরুতে নাগরিক সমাজের সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের নেতা থাকলেও অরাজনৈতিক সংগঠন গড়ার লক্ষ্যে আলোচনা করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নবগঠিত এ পেশাজীবী সংগঠনের প্রধান এটিএম শামসুল হুদা বলেন, সংলাপ হতেই হবে, দেশের সকল সক্রিয় রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণের ভিত্তিতে সংলাপের উদ্যোগ গ্রহণ করার জন্য প্রথমেই সরকারকে অনুরোধ করছি। এ ব্যাপারে রাষ্ট্রপতিকে বিশেষ ভূমিকা রাখার অনুরোধ করছি।

তিনি বলেন, আমরা সংবিধানের মূলনীতির প্রতি বিশ্বাস ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ।

নাগরিক সমাজের পক্ষে সাবেক এ সিইসি বলেন, সহিংসতা ও সংঘর্ষ বন্ধ করে সংলাপের পরিবেশ সৃষ্টি করা হলেই সংকট নিরসনে আমরা ভূমিকা রাখতে পারবো।

এর আগেও গোলটেবিল আলোচনায় সংলাপের প্রস্তাব গ্রহণ করে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বরাবর চিঠি পাঠায় নাগরিক সমাজ।

বাংলাদেশ সময়: ১২:২৪:২২   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ