সালমান শাহের মামলায় নারাজি দিলেন নীলা চৌধুরী

Home Page » জাতীয় » সালমান শাহের মামলায় নারাজি দিলেন নীলা চৌধুরী
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০১৫



1891060_262710190563191_1730201307_n.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মামলার নারাজি দিলেন তার মা নীলুফার চৌধুরী ওরফে নীলা চৌধুরী।

মঙ্গলবার সকালে ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের আদালতে বিভাগীয় তদন্তের বিষয়ে নারাজি দেন তিনি।

নীলা চৌধুরীর নারাজিতে উল্লেখ করা হয়েছে, আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জন তার ছেলে সালমান শাহের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।

পরে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন আগামী ১২ এপ্রিলের এ সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য করেছেন।

মঙ্গলবার সকাল ১১টার পরে নীলা চৌধুরী নারাজি দাখিল করেন।

এর আগে সালমান শাহের মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিতে সময় চেয়েছিলেন তার মা নীলুফার চৌধুরী ওরফে নীলা চৌধুরী।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) তিনি ঢাকার সিএমএম আদালতে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিতে সময়ের আবেদন করেন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১০ ফেব্রুয়ারি নারাজি দাখিলের দিন আবার নির্ধারণ করেন।

গত বছর ২১ ডিসেম্বর নীলা চৌধুরী সালমান শাহের মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চলচ্চিত্র নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী।

পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি এক সঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। সালমান শাহের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি।

চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে উক্ত চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সিআইডি’র প্রতিবেদন প্রত্যাখান করে তার বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন।

২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠায় আদালত। এরপর প্রায় ১২ বছরে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে ছিল। দীর্ঘদিন ধরে বাদীপক্ষ আদালতে সাক্ষ্য হাজির না করায় তদন্ত প্রতিবেদন দাখিল বিলম্বিত হয়।

অবশেষে চলতি বছরের ৩ আগস্ট ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহার কাছে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন দাখিল করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক। এ প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়।

মামলার বাদী সালমান শাহের বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী মারা যাওয়ায় গত বছরের ২১ ডিসেম্বর প্রতিবেদনটির বিরুদ্ধে নারাজি দেবেন মর্মে আদালতকে জানিয়েছিলেন তার মা নীলুফার চৌধুরী ওরফে নীলা চৌধুরী।

বাংলাদেশ সময়: ১২:৩৮:২১   ৪৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ