আইন করে হরতাল-অবরোধ নিষিদ্ধসহ পাঁচটি দাবি জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা।

Home Page » আজকের সকল পত্রিকা » আইন করে হরতাল-অবরোধ নিষিদ্ধসহ পাঁচটি দাবি জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা।
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৫



90.jpgবিশেষ প্রতিনিধিঃরোববার দুপুর ১২টায় রাজধানীর মতিঝিলে জাতীয় পতাকা হাতে ১৫ মিনিট অবস্থান কর্মসূচি পালনকালে এ দাবি জানান এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
ব্যবসায়ীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে চলমান অবরোধ-হরতাল কর্মসূচি অবিলম্বে প্রত্যাহার, ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানে ব্যাংকের সকল প্রকার প্রদেয় সুদ মওকুফ, রাজনৈতিক দলগুলোকে সুষ্ঠু গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ এবং চলমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অনতিবিলম্বে উদ্যোগ গ্রহণ।

এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘আমাদের সম্ভাবনাময় অর্থনীতি আজ সংকটাপন্ন। বিরাজমান সংঘাতময় পরিস্থিতি সামগ্রিক অর্থনীতির ওপর যে বিরূপ প্রভাব ফেলছে, তা বিবেচনায় নিয়ে চলমান অবরোধ ও হরতাল কর্মসূচি অবিলম্বে প্রত্যাহার করুন।’
তিনি আরো বলেন, এ অবস্থা চলতে থাকলে অবিলম্বে আইন করে হরতাল ও অবরোধ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অনতিবিলম্বে উদ্যোগ গ্রহণ করুন।

চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনের দাবিতে রোববার রাস্তায় নামার ঘোষণা আগেই দিয়েছিল এফবিসিসিআই। এবারের প্রতিবাদের স্লোগান হচ্ছে ‘সবার ওপরে দেশ, দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’।
কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রাক্তন সভাপতি সালমান এফ রহমান, এ কে আজাদ, আনিসুল হক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হোসেন খালেদ, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের প্রাক্তন ও বর্তমান নেতাসহ বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।
এফবিসিসিআই থেকে জানানো হয়, সারা দেশে ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা, শিল্পপ্রতিষ্ঠান, চেম্বার-অ্যাসোসিয়েশনের সামনে জাতীয় পতাকা হাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। দেশের সব জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশন, দোকান ও নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এবং প্রধান সড়কের পাশে শিল্প-বাণিজ্যের অবকাঠামো ধ্বংসের প্রতিবাদে ও শান্তির দাবিতে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৪৫   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ