সংলাপ চেয়ে জাতিসঙ্ঘ মহাসচিবকে এমাজউদ্দীনের চিঠি

Home Page » জাতীয় » সংলাপ চেয়ে জাতিসঙ্ঘ মহাসচিবকে এমাজউদ্দীনের চিঠি
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৫



150128134906_bd_emajuddin_ahmed_politics_640x360_bbc_nocredit.jpgবঙ্গ-নিউজ ডটকমঃবাংলাদেশের চলমান সহিংস পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আয়োজন করতে জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুনকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও শত নাগরিক জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ। শত নাগরিক জাতীয় কমিটির উদ্যোগে গতকাল ঢাকাস্থ জাতিসঙ্ঘ অফিসে গিয়ে কমিটির পক্ষ থেকে তিনি বিশ্ব সংস্থাটির আবাসিক প্রতিনিধি ক্রিস্টিনা রেডার কাছে এ চিঠি তুলে দেন। এ সময় তাদের মধ্যে প্রায় এক ঘণ্টা আলাপ-আলোচনা হয়। শত নাগরিক জাতীয় কমিটির সদস্যসচিব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কবি আব্দুল হাই শিকদার এবং কমিটির সদস্য ও ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এ সময় উপস্থিত ছিলেন। জাতিসঙ্ঘ অফিস থেকে বের হওয়ার পর সাংবাদিকদের কাছে দেয়া প্রতিক্রিয়ায় ড. এমাজউদ্দনী আহমেদ বলেন, ক্রিস্টিনা অত্যন্ত আন্তরিকভাবে চিঠিটি গ্রহণ করেছেন এবং জাতিসঙ্ঘ মহাসচিবের কাছে তা পৌঁছে দেবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, দেশে যে সহিংস পরিস্থিতি চলছে তাতে রাজনৈতিক দলগুলো বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির মধ্যে সংলাপ ছাড়া সমাধানের কোনো বিকল্প নেই। আজ হোক কাল হোক তাদের সংলাপে বসতেই হবে। এর আগে জাতিসঙ্ঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বাংলাদেশে এসে সংলাপের আয়োজন করেছিলেন। তিনি বলেন, জাতিসঙ্ঘের উদ্যোগে আবারো যেন সংলাপের আয়োজন করা হয় সেজন্য জাতিসঙ্ঘ মহাসচিবকে চিঠি দিয়েছি। দেশে যে চরম অনিশ্চিয়তা চলছে তা যেন কেটে যায়, অর্থনৈতিক গতি যেন আবার স্বাভাবিক হয়ে আসে সে উদ্দেশ্যেই জাতিসঙ্ঘকে সংলাপের উদ্যোগ নিতে বলেছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক এমাজউদ্দীন বলেন, এই বৃদ্ধ বয়সে মামলা নিয়ে ভাবি না। কেন কী কারণে তারা আমাকে মামলায় জড়িয়েছে তা আমার চিন্তায় আসে না।

বাংলাদেশ সময়: ১০:২৪:০৫   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ