খালেদা জিয়া হুকুমের ডা. তাহের প্রধান আসামি

Home Page » জাতীয় » খালেদা জিয়া হুকুমের ডা. তাহের প্রধান আসামি
বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০১৫



106553_khaleda-taher.gifবঙ্গ-নিউজ ডটকমঃঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়ারবাজার এলাকার জগমোহনপুরে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় সাত যাত্রী নিহত হওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চৌদ্দগ্রামের সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী ও সালাউদ্দিন আহমেদসহ ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার রাত দেড়টায় চৌদ্দগ্রাম থানায় এ মামলা দায়ের করা হয়।
মামলার বাদি হয়েছেন এসআই নরুজ্জামান হাওলাদার।দুটি মামলাতেই একই আসামি।কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এ পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি খন্দকার দেলোয়ার হোসেনসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। এরা হলেন- কুমিল্লার সুয়াগাজীর ডুমুরিয়ার আবুল কালামের ছেলে আবু সুফিয়ান (২০), কুমিল্লার চৌদ্দগ্রামেরর নারঘরের মৃত ফজলুর রহমানের ছেলে আবু ইউসুফ, বাঘাপুস্কুরণীর আবদুল বারিকের ছেলে আবদুল আলী (২২), কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখালের ইসহাক মিয়ার ছেলে বোরহান উদ্দিন(২৫)। তাদের বুধবার ভোর ৩টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কারা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কুমিল্লা পুলিশের ডিআইও ওয়ান জানিয়েছেন, আসামি ধরতে গেলে আহতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পরে পুলিশও পাল্টা গুলি করে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোররাতে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়ারবাজারের জগমোহনপুরে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রলবোমায় সাত যাত্রী নিহত হন। দগ্ধ হন আরো ২০ যাত্রী। তারা কক্সবাজার থেকে আইকন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৪০৮০) একটি বাসে ঢাকা যাচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:৪৯   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ