খালেদার বিরুদ্ধে হত্যা মামলা তদন্তের নির্দেশ

Home Page » আজকের সকল পত্রিকা » খালেদার বিরুদ্ধে হত্যা মামলা তদন্তের নির্দেশ
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০১৫



150105153108_khaleda_zia__640x360_ap.jpgবিশেষ প্রতিনিধিঃবাংলাদেশে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দায়ের করা একটি মামলায় গুলশান থানা কর্তৃপক্ষকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া টানা অবরোধে এ পর্যন্ত ৪২ জনকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে এ মামলা হয়।

বিভিন্ন পত্রিকার খবরের উল্লেখ করে মামলার আর্জিতে বলা হয়, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এসব হত্যার ঘটনা ঘটানো হয় এবং তিনি এর দায় এড়াতে পারেন না”।

খালেদা জিয়াকে গ্রেপ্তারেরও আবেদন জানানো হয়।

আজ সোমবার সকালেই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলাটি দায়ের করেন ‘জননেত্রী পরিষদ’ নামে একটি সংগঠনের সভাপতি এবি সিদ্দিকী।

পরে মামলার শুনানি শেষে এ বিষয়ে তদন্ত করে গুলশান থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে আরো খালেদা জিয়াকে হুকুমের আসামি করে আরও দুটো মামলা করা হয়েছিল।

এই মামলায় আরও আসামি করা হয়েছে বিএনপির তিন নেতা দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দিন আহম্মেদকে।

এর আগে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল ছুঁড়ে মানুষ মারা এবং কুমিল্লায় পেট্রোল বোমার অপর এক ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা হয়।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আইনজীবী মাহবুবউদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগের একজন কর্মী মামলা করেছেন। এ ধরনের মামলা পুরোপুরি হয়রানিমূলক এবং এর পরিণতি হবে আরও ভয়ঙ্কর।

সরকার রাজনৈতিক সমাধানের পথ না খুঁজে মামলা করে সঙ্কট আরো বাড়িয়ে দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৫:০৩:৫৮   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ