চট্টগ্রামে নাশকতা

Home Page » আজকের সকল পত্রিকা » চট্টগ্রামে নাশকতা
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০১৫



damage-1422859653.jpgবিশেষ প্রতিনিধিঃজেলা ও মহানগর পুলিশের সর্বোচ্চ সতর্কতা, কঠোর নজরদারি, রেললাইন পাহারা ও র‌্যাব-বিজিবির টহল সত্ত্বেও চট্টগ্রামে যেন থামছেই না নাশকতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থার ফাঁক গলিয়ে একের পর এক নাশকতার ঘটনা ঘটিয়ে চলেছে দুর্বৃত্তরা।সবশেষ চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারতাকিয়া নামক এলাকায় রেললাইনের ফিশপ্লেট খুলে নেওয়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ ব্যক্তি। পুলিশ-আনসারের সার্বক্ষণিক টহল সত্ত্বেও কীভাবে এই নাশকতার ঘটনা ঘটল, তা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার আবুল কালাম জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম অভিমুখী ময়মনসিংহ এক্সপ্রেস মিরসরাইয়ের বারতাকিয়া এলাকা অতিক্রম করার সময় এর ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট খুলে রাখায় এই দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন। সার্বক্ষণিক প্রহরা থাকা সত্ত্বেও কী করে দুর্বৃত্তরা এই নাশকতার ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে কিছুটা রহস্যেরও সৃষ্টি হয়েছে।

এর আগে শনিবার রাতে মিরসরাই উপজেলার হাইদকান্দি এলাকায় মহিউদ্দিন নামের এক যুবলীগ কর্মীর বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে গুরুতর আহত করার পর, বাড়িতে আগুন দিয়ে তাকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়ছেন নিহত মহিউদ্দিনের মা, ভাই-বোনসহ পরিবারের আরো চার সদস্য।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া জানান, র‌্যাব-পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তায় নজরদারি বাড়িয়ে দেওয়ার সুযোগে রেললাইনসহ প্রত্যন্ত গ্রামে নাশকতার ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা। পুলিশ দ্রুত এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হবে।

বাংলাদেশ সময়: ১৪:০৩:৩৩   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ