পরীক্ষার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা পুলিশ-বিজিবির

Home Page » আজকের সকল পত্রিকা » পরীক্ষার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা পুলিশ-বিজিবির
শনিবার, ৩১ জানুয়ারী ২০১৫



a-k-m-sohidul-haq.jpegবিশেষ প্রতিনিধিঃহরতাল-অবরোধের মধ্যে এসএসসি পরীক্ষা নেওয়া হলে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে উদ্বিগ্ন পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করেছে পুলিশ ও বিজিবি।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দল টানা অবরোধ চালিয়ে যাওয়ার পাশাপাশি পরীক্ষা শুরুর দিন ২ ফেব্রুয়ারি হরতাল ডাকায় সারাদেশে এই পাবলিক পরীক্ষা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক শনিবার সাংবাদিকদের বলেন, সরকার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলে পুলিশ সব ধরনের নিরাপত্তা সহযোগিতা দেবে। পরীক্ষা কেন্দ্র ও শিক্ষার্থীদের যাতায়াতসহ সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে।গত ৫ জানুয়ারি থেকে অবরোধে নাশকতা ঠেকাতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে থাকা বিজিবির পক্ষ থেকে শনিবার বঙ্গ-নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানানো হয়েছে, তারাও পরীক্ষার্থীদের বিশেষ নিরাপত্তা দেবে। বিজিবির এক কর্মকর্তা বলেছেন, পরীক্ষার্থীরা যাতে কেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারেন, সেজন্য তাদের টহল জোরদার হবে। কেউ নাশকতা চালাতে না পারে সেজন্য পরীক্ষা কেন্দ্র ঘিরে তাদের সতর্ক অবস্থান থাকবে।

গাড়ি পোড়ানো, বোমাবাজি ও ভাংচুরের মধ্যে চলমান অবরোধ-হরতালের মধ্যে পরীক্ষা নেওয়ার পক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলে এলেও চূড়ান্ত সিদ্ধান্ত রোববার জানাবে মন্ত্রণালয়।
সোমবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় প্রায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। এই পরীক্ষা চলবে মাসজুড়ে।
পুলিশ প্রধান শহীদুল হক বিশাল সংখ্যক শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনায় নিয়ে অবরোধ তুলে নিতে ২০ দলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, একজন নাগরিক হিসেবে, একজন পিতা হিসেবে অনুরোধ করছি, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে, দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সময়টুকু হরতাল-অবরোধ প্রত্যাহার করুন। অবরোধ-হরতালে নাশকতা ঠেকাতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান শহীদুল হক। বর্তমানে চোরাগোপ্তা হামলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এগুলো রাজনৈতিক নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড। নাশকতাকারীদের ধরিয়ে দিতে ইতোমধ্যে পুলিশ- পুরস্কার ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ২০:৫৭:৪২   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ