অচেনা দশ ফল

Home Page » এক্সক্লুসিভ » অচেনা দশ ফল
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০১৫



3m_5285912601.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ডাইনিং টেবিলের ওপর রাখা ফলের ঝুড়িতে সাধারণত থাকে মৌসুমী ফল। কলা, আপেল আর কমলার মতো যেসব ফল সারাবছর পাওয়া যায়, সেগুলো তো আছেই। আবার সবজির বেলায়ও একই নিয়ম।তবে মানুষ সবসময়ই ছোটে নতুনত্বের খোঁজে। পৃথিবীতে এমন কিছু ফলমূল ও সবজি রয়েছে যা সচরাচর পাওয়াও যায় না, আবার সবার কাছে পরিচিতও নয়।

এই ধরুন ইয়র্ডলংয়ের কথা। ফলটি এত দ্রুত বড় হয় যে বলবার জো নেই। আবার ডুরিয়ান নামে এক ধরনের ফল রয়েছে যার গন্ধ নোংরা মোজার মতো, তবে স্বাদে একদম ক্রিম আমন্ড কাস্টার্ড।

এমন আরও অনেক ফল রয়েছে। কোনোটি হয়তো বুনো ফল, কোনোটি দেখতে সুন্দর কিংবা অদ্ভুত। এরকম কিছু ফল নিয়েই এবারের আয়োজন, দেখে নেওয়া যাক একবার।
1m_388692906.jpgছবির এ ফলটি যে তরমুজ, সেটা কেউ বলবে! মানুন আর না মানুন, এর নাম ‘হর্নড মেলন’ বা শিংওয়ালা তরমুজ। আফ্রিকায় এটিকে হর্নড কিউকাম্বার ও জেলি মেলন বলা হয়। ক্যালিফোর্নিয়া, মিসিসিপি, চিলি ও নিউজিল্যান্ডে এ ফলটি জন্মায়।

2m_412959934.jpgহঠাৎ দেখলে মনে হবে, কমলা রঙের একটি শেয়াল তাকিয়ে রয়েছে। এ ফলটির নাম ‘আকি’। পশ্চিম আফ্রিকা, ক্যামেরুন, গ্যাবন, ঘানা, গুয়েনা, মালি, নাইজেরিয়া ও সেনেগালে এটি পাওয়া যায়।

3m_528591260.jpgএটি পুহালা গাছের ফল।

4m_913833790.jpgব্রোকোলি তো আমরা সবাই চিনি। কিন্তু ছবির এ সবজিটিও কিন্তু এক প্রকার ব্রোকোলি। নাম ‘রোমানেসকো ব্রোকোলি’। এর জন্মস্থান যুক্তরাষ্ট্রে।

5m_786049471.jpgফলটির নাম ‘ফিঙ্গার্ড সিট্রন’। দেখতে হাতের আঙুলের মতো। তাই হয়তো এর এই নাম। ধারণা করা হয়, এর জন্ম উত্তর-পূর্ব ভারত অথবা চীনে। চীন ও জাপানে ফলটি ঘর ও জামাকাপড়ের সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়।

6m_519225698.jpgগোলাপি এ ফলটির নাম ‘পিতায়া’। ক্যাকটাস প্রজাতির গাছের এ ফলটি ‘ড্রাগন ফ্রুট’ নামেও পরিচিত। পাওয়া যায় কম্বোডিয়া, থাইল্যান্ড, তাইওয়ান, মালয়েশিয়া, ভিয়েতনাম, শ্রীলংকা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়াতে।

7m_316920297.jpg‘আশিয়ট’ নামের এ ফলটির খোসা লাল রঙের। এর শরীর জুড়ে লোমের মতো এক ধরনের কাঁটা। ফলটির ভেতরের অংশে ছোট ছোট দানাদার লাল ফল। এগুলো মাখন, চিজ, পপকর্ন, পাউরুটি ও পানিয়তে ফুড কালার হিসেবে ব্যবহৃত হয়।

8m_457406185.jpgফলটির নামই ‘ডুরিয়ান’। গল্পের শুরুতে বলছিলাম এ ফলটির কথাই।

9m_498565147.jpg‘সাদা করলা’। কেমন স্বাদ হতে পারে এ করলার বলুন তো!

10m_749915778.jpg‘আগুয়েজ’ নামের এ ফলটি জন্মায় দক্ষিণ আমেরিকার আর্দ্র আবহাওয়ায়।

বাংলাদেশ সময়: ১৪:৪০:৩৯   ৩১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ