চার দিন শুধুই এয়ারটেলের টেলিছবি

Home Page » বিনোদন » চার দিন শুধুই এয়ারটেলের টেলিছবি
সোমবার, ২৬ জানুয়ারী ২০১৫



airtel_bg_174192503.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ নাচ-গানের উৎসব হয়। মঞ্চে হয় নাট্যোৎসব। চলচ্চিত্র উৎসবও চোখে পড়ে হরহামেশা। সেসব কিছুই নয়, এটি টেলিছবি উৎসব। এমন উৎসবের কথা কেউ শুনেছে কখনও? এ উৎসবের দেখা পাওয়া যাবে জিটিভিতে। ২৭ জানুয়ারি থেকে বেসরকারি টিভি চ্যানেলটিতে শুরু হচ্ছে ‘এয়ারটেল টেলিফিল্ম ফেস্টিভ্যাল’। এ উৎসবে চার দিন থাকবে ৯টি টেলিছবি।

প্রথম দিন রাত ৮টায় প্রচার হবে ‘অরুণোদয়ের তরুণদল’। লিখেছেন ফুয়াদ নাসের ও রহমান মুস্তাফিজ পাভেল, পরিচালনায় সামির আহমেদ। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, শতাব্দী ওয়াদুদ, নাঈম, স্পর্শিয়া, আরাবী ও আসিফ। একইদিন রাত ১১টায় থাকছে ‘আমাদের গল্প’। লিখেছেন ও পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। অভিনয় করেছেন জয়া আহসান, মনিরা মিঠু, জয়রাজ, রওনক হাসান, ঈশিতা, তাহসান, নাফিজা, সোহেল খান প্রমুখ।

পরদিন ২৮ জানুয়ারি রাত ৮টায় প্রচার হবে ‘কিক অফ’। লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী, পরিচালনায় রেদওয়ান রনি। অভিনয়ে পার্থ বড়-য়া, ইলোরা গহর, শহীদুল ইসলাম সাচ্চু, মনিরা মিঠু, বিদ্যা সিনহা মিম, আফনান, অ্যালেন শুভ্র প্রমুখ। একই দিন রাত ১১টায় রয়েছে ‘ভিটামিন টি’। লিখেছেন ও পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা। অভিনয়ে তারিক আনাম খান, অপর্ণা, মিশু সাব্বির, সায়েম, পিয়া, সালমান মুক্তাদির।

২৯ জানুয়ারি রাত ৮টায় প্রচার হবে ‘ইমপসিবল-৫’। চিত্রনাট্য ও পরিচালনায় তানিম রহমান অংশু। ওইদিন রাত ১১টায় থাকবে রেদওয়ান রনির ‘ভালোবাসা ১০১’। অভিনয়ে মেহজাবিন, টয়া, সাজু খাদেম, তুষার খান, মিশু সাব্বির, দিলারা জামান প্রমুখ।

উৎসব শেষ হবে ৩০ জানুয়ারি। ওইদিন প্রচার হবে তিনটি টেলিছবি। বিকেল ৫টায় থাকবে শিহাব শাহীনের ‘ভালোবাসি তাই’। অভিনয়ে আলী যাকের, শহিদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, তিশা, আরিফিন শুভ, সজল, হিল্লোল, বিদ্যা সিনহা মিম, তানিয়া প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’। অভিনয়ে জয়া আহসান, তিশা, ইরেশ যাকের, সানজিদা প্রীতি, আরিফিন শুভ, ওমর আয়াজ অনি প্রমুখ। রাত ১১টায় দেখানো হবে আদনান আল রাজীবের পরিচালনায় ‘@ এইটিন’। অভিনয়ে মিশু সাব্বির, সায়েম, সালমান মুক্তাদির, স্পর্শিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:১৮   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ