আশাবাদী-আল রিআন

Home Page » সাহিত্য » আশাবাদী-আল রিআন
শনিবার, ২৪ জানুয়ারী ২০১৫



img_7504298922692.jpeg
বল! হে তরুণ দল
এমন করে আর কত দিন
এমন সুরে বাজবে তোমাদের বীন।
হেলায় ফেলায় এমন করে কাটবেনা
কাটবেনা, তোমাদের দিন।
পথ ছেড়ে চলতে থাকলে
পরবে মারা যে অকালে।
সামনে তোমাদের হবে যেতে
যদি চাও জীবনে সাফল্য পেতে।
কত কাল আর থাকব বেঁচে
এই যে সময় যাবে কেটে
জীবনের মঞ্চে, গাইতে গান নেচে নেচে।
কত কাল আর থাকবে বেঁেচ
যৌবন কালে না উঠলে গো
বৃদ্ধা কালে থাকবে পড়ে,
তখন কে দেখবে তোমাদের ফিরে
শূন্য ঘড়ে একা হয়ে থাকবে বসে
দূয়ার খুলে কে বুঝি ঐ আসে আসে
মিথ্যা আশায় কাদবে সে দিন কুড়ে কুড়ে
বৃদ্ধ বলে সবাই রাখবে তোমায় দূরে।
হে তরুণ দল !
তোমাদের গায়ে আছে লক্ষ বীরের বল
জেগে উঠো ভেঙে উঠো
গর্জে উঠো, তুফান বেগে ছুটো।
আজ নয় তো কাল
তোমরাই ধরবে এ বাংলার হাল।
এখন ই সময় সৃষ্টি করা
তবুও ব্যার্থ হবে অলস যারা
তোমরা যদি থাকো পড়ে তাদের পিছে
আমার সাকল স্বপ্ন আশা হবে মিছে।
আমরাই করবো সংগ্রাম-অন্যায়ের প্রতিবাদ
সকল পাপ করে নাশ, দেশকে করব বিশাদ।
সকল তরুণ মিলে করব কাজ, মিলে কাধে কাধ।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:১৮   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ