খালেদা জিয়ার প্রতিহিংসার আগুনে দগ্ধ জনগণ’

Home Page » বিবিধ » খালেদা জিয়ার প্রতিহিংসার আগুনে দগ্ধ জনগণ’
শনিবার, ২৪ জানুয়ারী ২০১৫



 2015_01_24_07_29_46_9700_1421126797_119730.jpg
নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়ে সাধারণ জনগণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে অবরোধে আগুনে দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নেয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, খালেদা জিয়া নিজেকে গণতান্ত্রিক নেত্রী হিসেবে দাবি করলেও বর্তমানে সন্ত্রাসের নেত্রীতে পরিণত হয়েছেন। দেশের জনগণ চায়, যারা সহিংসতা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ নয়- উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন হঠাৎ করে চোরাগোপ্তা হামলা হচ্ছে। হামলাকারীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে নাশকতা তৈরির রসদসহ অনেককে গ্রেপ্তারও করা হয়েছে।

এ সময় রোগীর স্বজন ছাড়া অন্য কাউকে বার্ন ইউনিটে না যাওয়ার অনুরোধ জানিয়ে নাসিম বলেন, রোগীদের সুচিকিৎসার স্বার্থে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদেরও হাসপাতালে ভিড় করবেন না।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আহতদের সর্বাত্মক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯:১২:৫০   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ