অল্পের জন্য রক্ষা পেল ৫ শতাধিক লঞ্চযাত্রীর প্রাণ

Home Page » আজকের সকল পত্রিকা » অল্পের জন্য রক্ষা পেল ৫ শতাধিক লঞ্চযাত্রীর প্রাণ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০১৫



4.jpgবিশেষ প্রতিনিধিঃনাশকতার আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেল পাঁচ শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ঢাকা-চাঁদপুর রুটের যাত্রীবাহী লঞ্চ এমভি মিতালী-৪।চাঁদপুর লঞ্চঘাট থেকে রাতে ছেড়ে যাওয়ার পৌনে এক ঘণ্টা পরই পরিকল্পিতভাবে লঞ্চের কেবিনে দেওয়া হয় আগুন। মাঝ নদীতে অধিকাংশ যাত্রী যখন ঘুমে তখন নাশকতার আগুনে জ্বলে উঠে লঞ্চের কেবিন। লঞ্চের কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের নজরে দ্রুত বিষয়টি আসলে সম্মিলিত চেষ্টায় নিয়ন্ত্রণ করা আগুন।

জানা যায়, বুহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় যাত্রীবাহী লঞ্চ এমভি মিতালী-৪ । ৪৫ মিনিট লঞ্চটি চলার পর তৃতীয় তলা বিশিষ্ট লঞ্চটির দ্বিতীয় তলার ১১৫ নম্বর কেবিনে আগুন লাগে।

লঞ্চের সুপার ভাইজার মজনু জানান, কেবিন থেকে ধোঁয়া বের হতে থাকে। গিয়ে দেখা যায়, কেবিনটিতে আগুন জ্বলছে। আগুনের মাত্রা বেড়ে গেলে কেবিনের গ্লাস ভেঙ্গে লঞ্চের অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে কেবিনের আসবাবপত্র পুড়ে যায়।

তিনি জানান, যাকে কেবিনটি ভাড়া দেওয়া হয়েছে, ওই ব্যক্তি কেবিনে ছিলেন না। অগ্নিকাণ্ডের সময় কেবিনটির দরজায় বাহিরে থেকে তালা লাগানো ছিল।

ধারণা করা হচ্ছে, নাশকতাকারী লঞ্চের কেবিনটি ভাড়া নিয়ে কেবিন আগুন জ্বালিয়ে পালিয়ে যায় ।

এ সময় আতঙ্কে যাত্রীরা দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন। কোনো দাহ্য পদার্থ দিয়ে এ আগুন দেওয়া হতে পারে বলে ধারণা করছেন যাত্রীরা।

ওই লঞ্চের তৃতীয় তলার একটি কেবিনের যাত্রী চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘যা দেখেছি তাতে মনে হচ্ছে নাশকতার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। অল্পের জন্য রক্ষা পেল হাজার যাত্রীর প্রাণ ।’

চাঁদপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির আহমেদ জানান, খবর পেয়ে লঞ্চটি মোহনপুরে লঞ্চঘাটে থামানো হয়েছে। ওই লঞ্চে এক ঘণ্টার অধিক সময় তল্লাশি করা হয়েছে। যে ব্যক্তি ওই কেবিনটি ভাড়া নিয়েছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি তার নাম কিংবা মোবাইল নম্বর রাখেনি লঞ্চ কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে মিতালী লঞ্চের মালিক প্রতিনিধি ইউসুফ আলী ব্যাপারি বলেন, ‘অগ্নিকাণ্ডের বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শত শত যাত্রী ও লঞ্চ।’

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’

বাংলাদেশ সময়: ১৪:২১:১৭   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ