ফের যৌনতা- বিতর্কে শেন ওয়ার্ন..

Home Page » ক্রিকেট » ফের যৌনতা- বিতর্কে শেন ওয়ার্ন..
বুধবার, ২১ জানুয়ারী ২০১৫



296731-pn-shane-liz.jpegবঙ্গ-নিউজ:ফের সম্পর্ক, ফের যৌনতা- বিতর্কে জড়িয়ে পড়লেন প্রাক্তন অসি তারকা শেন ওয়ার্ন।
সম্প্রতি গুঞ্জন রটেছে, এক ৪৭ বছর বয়সি মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন প্রাক্তন এই অসি স্পিনার।বিতর্ক, আর শেন ওয়ার্ন সবসময়ই হাত ধরাধরি করে চলেন। সারা জীবনে বিভিন্ন সময় ভিন্নধরণের বিতর্কে জড়িয়েছেন তিনি। কখনও তাঁর ব্যাক্তিগত জীবন চলে এসেছে খবরের শিরোনামে, কখনও বা আবার শেনের প্রফেশনাল লাইফ হয়েছে সংবাদমাধ্যমের আলোচনার বিষয়। সম্প্রতি ৪৭ বছর বয়সি এক ভদ্রমহিলা জানিয়েছেন, তিনি প্রাক্তন এই ক্রিকেট তারকার সঙ্গে অ্যাডিলেডের এক হোটেলে দেখা করেছিলেন। সেখানে তাঁদের শারীরিক মিলন হয়।অস্ট্রেলিয়ার এক ওয়েবসাইটে সম্প্রতি একটি খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ডেটিং অ্যাপস টিন্ডার মাধ্যমে প্রথমে তাঁদের কথা হয়। ভদ্রমহিলার নাম কিম ম্যাকগ্রা। তিনি জানিয়েছেন, প্রথমে কয়েকদিন শেনের সঙ্গে টিন্ডার মাধ্যমে কথা বলার পর, তাঁরা অ্যাডিলেডে একদিন ডেটে যান। ডেটের পর একটি হোটেলে যান প্রেমিক যুগল। সেখানেই তাঁদের যৌনমিলন হয়। মহিলাটির দাবি, এরপর শেন তাঁকে জানান, জীবনে তিনি বহু নারীর সংস্পর্শে এসেছেন। তাঁর দেখা তিনি অন্যতম নারী, যিনি বিছানায় অসাধারণ।কিম তাঁর জীবনের এই সাহসী সম্পর্কের কথা একটি নারীকেন্দ্রিক ম্যাগাজিনে জানিয়েছেন। তিনি এও বলতে ভোলেননি, শেন মানুষ হিসেবে অসাধারণ এবং ভীষণ মিষ্টিও।যদিও প্রাক্তন অসি তারকা এই সমস্ত প্রেম, সম্পর্কের কথা সরাসরি অস্বীকার করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে।

বাংলাদেশ সময়: ৯:৫৪:২৪   ৪৭৫ বার পঠিত  




ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ