ইসরাইলি সৈন্যরা ৭৪ বছর বয়স্কা এক নারীকে পানি দিয়ে তারপর গুলি করে হত্যা করল

Home Page » বিশ্ব » ইসরাইলি সৈন্যরা ৭৪ বছর বয়স্কা এক নারীকে পানি দিয়ে তারপর গুলি করে হত্যা করল
বুধবার, ২১ জানুয়ারী ২০১৫



103103_israel1.jpgবঙ্গ-নিউজ:ইসরাইলি সৈন্যরা ৭৪ বছর বয়স্কা এক তৃষ্ণার্থ ফিলিস্তিনি নারীকে প্রথমে পানি পান করায়। তারপর তারা তাকে গুলি করে হত্যা করে। গত গ্রীস্মে গাজা উপত্যাকায় হামলার সময় ইসরাইলিরা এই নৃশংস ঘটনা ঘটায়।
ওই নারীর নাম গালিয়া আবু-রিদা।ইসরাইলি এক সৈন্য অন্য এক সৈনিককে দিয়ে ওই নারীকে তার পানি পান করানোর ছবি তোলে। তারপর এক মিটার দূর থেকে তার মাথায় গুলি করে তাকে হত্যা করে। ওই সৈন্যটি নারীটির মৃত্যু দৃশ্যও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। ফিলিস্তিন তথ্য কেন্দ্র এ খবর জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র অীভচে আদরি পানি পান করানোর দৃশ্যটি প্রচার করে দাবি করেছিলেন, গাজা অভিযান তাদের সৈন্যরা যে অত্যন্ত মানবিক বৃদ্ধাকে পানি পান করানো একটি প্রমাণ।
আল আকসা টিভির সাংবাদিক আহমদ কদেহ এই দৃশ্যটি প্রত্যক্ষ করেছিলেন।
তিনি জানান, গালিয়া আবু-রিদা বাস করতেন খান ইউনিসের খুজা এলাকায়। তিনিও ওই এলাকায় বাস করতেন। ইসরাইলি সৈন্যরা ওই নৃশংসতা চালানোর পর তিনি তার রিপোর্ট তৈরি করেন।ওই নারীর কোনো সন্তান ছিল না। তিনি থাকতেন তার ভাইয়ের বাসায়। ওই নারীর ভাইয়ের ছেলে জানান, ইসরাইলিরা তাদের ফুফুকে ঠান্ডা মাথায় খুন করেছে।ওই এলাকাতেই ইসরাইলিরা প্রথমে হামলা চালিয়েছিল। কিন্তু ওই নারী বাড়ি ত্যাগ করতে অস্বীকার করেছিলেন। তিনি ভেবেছিলেন, তার বয়সের কথা বিবেচনা করে ইসরাইলিরা তাকে কিছু বলবে না।
৫১ দিনের যুদ্ধে অন্তত ২২ শ’ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১১ হাজার আহত হয়। হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু।

বাংলাদেশ সময়: ৯:১৫:৩৫   ৩৫২ বার পঠিত  




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ