ঢাকা ও খুলনা বিভাগে আজ থেকে ২০ দলের হরতাল

Home Page » জাতীয় » ঢাকা ও খুলনা বিভাগে আজ থেকে ২০ দলের হরতাল
বুধবার, ২১ জানুয়ারী ২০১৫



hortal_sm_656132571.jpgবঙ্গ-নিউজ:সারা দেশে নেতাকর্মীদের গ্রেফতার ও হত্যার প্রতিবাদে অবরোধের পাশাপাশি ঢাকা ও খুলনা বিভাগে আজ থেকে ৪৮ ঘণ্টা এবং সিলেট, যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহে আজ সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, অবরোধ কর্মসূচির পাশাপাশি আজ থেকে ঢাকা ও খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
গতকাল এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সারা দেশে বিএনপিসহ জোটের নেতাকর্মীদের গ্রেফতার ও হত্যার প্রতিবাদে সকাল ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ হরতাল পালিত হবে। একই সাথে কুষ্টিয়া ও ঝিনাইদহে আজ সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে।
রুহুল কবির রিজভী বিবৃতিতে জানান, ঢাকা মহানগর খিলগাঁও থানা বিএনপি নেতা দিপু সরকার, যুবদল ওয়ার্ড সেক্রেটারি নুরুজ্জামান জনি ও মাইনুদ্দিনকে জেল গেট থেকে সাদা পোশাকধারীরা ধরে নিয়ে গেছে। ঢাকা মেডিক্যালে জনির গুলিবিদ্ধ লাশ আবিষ্কৃত হলেও এখনো পর্যন্ত দিপু সরকার ও মাইনুদ্দিনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
রিজভী বলেন, সারা দেশে বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচিতে জনসমর্থন দেখে দ্বিগদ্বিক জ্ঞানশূন্য হয়ে নিজেদের অস্তিত্ব ও ক্ষমতা সুরক্ষিত করতে বর্তমান অবৈধ সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের ধরে নিয়ে গিয়ে গুম ও তথা কথিত বন্দুকযুদ্ধের নামে তাদের পৈশাচিকভাবে হত্যা করছে।
তিনি বলেন, নীলনকশার মাধ্যমে জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে বর্তমান অবৈধ সরকার দেশে যে ভয়াবহ দুঃশাসন চালিয়ে যাচ্ছে, তা অতীতের সকল স্বৈরাচারী দুঃশাসনের রেকর্ডকে ম্লান করে দিয়েছে। এর ধারাবাহিকতায় নড়াইল পৌর কাউন্সিলর ইমরুল কায়েসসহ চাঁপাইনবাবগঞ্জের ছাত্রদল নেতা মতিউর রহমান ও নোয়াখালীতে ছাত্রদল নেতাকে ইতোমধ্যে বন্দুকযুদ্ধের নামে বর্বর খেলা সংঘটিত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
রিজভী বলেন, বিরোধী দলের কণ্ঠ স্তব্ধ করার লক্ষ্য নিয়ে সারা দেশে নেতাকর্মীদের পরিকল্পিতভাবে হত্যা করার নীলনকশা বাস্তবায়ন করে যাচ্ছে বর্তমান নিষ্ঠুর শাসকগোষ্ঠী। হত্যা, গুম, খুন, অপহরণ, মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা হরণ এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে দেশে এখন দ্বিতীয় বাকশালী শাসন চলছে।
জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশের ষোল কোটি মানুষকে সাথে নিয়ে ২০ দলীয় জোট আন্দোলন চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত শহীদদের রূহের মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। অবিলম্বে বিএনপি নেতা দীপু সরকার ও যুবদল নেতা মাইনুদ্দিনসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতারকৃত নিখোঁজ নেতাকর্মীদের অবস্থান নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা।
নড়াইল সংবাদদাতা জানান, নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জামায়াতে ইসলামীর নেতা ইমরুল কায়েসকে হত্যার প্রতিবাদে নড়াইলে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা জামায়াতে ইসলামী। আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ হরতালের ডাক দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সিলেট ব্যুরো জানায়, সিলেট জেলা ও মহানগরীতে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ২০ দলীয় জোট। হরতাল আহ্বানের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেফতার, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর প্রধানদের নির্বিচারে গুলির নির্দেশের প্রতিবাদে এবং গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তি ও নির্বিঘেœ সভা-সমাবেশ করতে দেয়ার দাবিতে জেলা ও মহানগর ২০ দলীয় জোট এ হরতাল আহ্বান করেছে বলে জানান তিনি। আলী আহমদ আরো জানান, চলমান আন্দোলন দমাতে পুলিশ সিলেটে গণগ্রেফতার চালাচ্ছে। নেতাকর্মীদের বাসাবাড়ি, অফিস ও ব্যবসায়প্রতিষ্ঠানে গিয়ে তল্লাশির নামে হয়রানি করছে। এ ছাড়া সভা-সমাবেশ করার মৌলিক অধিকারও কেড়ে নেয়া হয়েছে। এর প্রতিবাদে আজ বুধবার হরতাল আহ্বান করা হয়েছে। এরপর দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
যশোর অফিস জানায়, যশোরে বিএনপি আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। দলের যশোর জেলা সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দ সাবেরুল হক সাবু জানান, জেলা বিএনপি অফিসে দোয়া মাহফিল থেকে দলের নেতাকর্মীদের আটককৃত নেতাদের মুক্তি ও দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং যৌথ বাহিনী দলের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর ও গুপ্ত হত্যার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
ইবি সংবাদদাতা জানান, চার দফা দাবিতে কুষ্টিয়া ও ঝিনাইদহে আজ বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার টানা হরতাল ডেকেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল সকাল ১০টায় ইবি শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ স্বাক্ষারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতালের ডাক দেয়া হয়। এতে অধিকার আদায়ের স্বতঃস্ফূর্তভাবে হরতাল কর্মসূচি পালনে অত্র অঞ্চলের মুক্তিকামী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান অযোগ্য প্রশাসনের লাগামহীন দুর্নীতি করছে। প্রশাসনের নজিরবিহীন ব্যর্থতার কারণে গত দুই মাস যাবৎ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অকার্যকর ও তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক হল ও কাস-পরীক্ষা বন্ধ করেই ক্ষান্ত হয়নি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। ছাত্রনেতাদের বাড়িতে তল্লাশির নামে সাধারণ জনগণকে হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের বাড়িতে পুলিশ লেলিয়ে দিয়ে ভাঙচুর ও লুটপাটের রাজত্ব কায়েমে সহায়তা করেছে। এমনকি পুলিশের কিছু অতি উৎসাহী সদস্য ছাত্রনেতাদের পরিবারের সদস্যদের নিয়ে অশালীন মন্তব্য করতেও পিছপা হয়নি। যা বিভিন্ন পত্রপত্রিকায় ইতোমধ্যে আলোচিত -সমলোচিত হয়েছে।
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা জানান, রাজশাহী জেলা বিএনপির সভাপতি ও (পুঠিয়া-দুর্গাপুরের) সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফার মুক্তির দাবিতে আজ বুধবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত (অর্ধবেলা) পুঠিয়ায় হরতাল আহ্বান করেছেন উপজেলা ও পৌর বিএনপি।
মানিকগঞ্জ সংবাদদাতা জানান, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে আজ ও আগামীকাল হরতাল পালিত হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। হরতালের সমর্থনে কোর্ট চত্বরে বিক্ষোভ-মিছিল করেছে জেলা বিএনপির আইনজীবী নেতৃবৃন্দ। জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জামিলুর রশিদ খান ও অ্যাডভোকেট আজাদ হোসেন খান এ বিক্ষোভে উপস্থিত ছিলেন।
রাজশাহী ব্যুরো জানায়, বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি নাদিম মোস্তফাকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়া উপজেলা ও পৌরসভা এলাকায় আজ অর্ধদিবস হরতাল ডেকেছে দলটি। আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল পালিত হবে। গতকাল রাজশাহী জেলা বিএনপির এক জরুরি সভায় এ হরতালের সিদ্ধান্ত নেয়া হয়।
একই সাথে সভায় ২১ ও ২২ জানুযারি রাজশাহী জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে বিােভ মিছিল এবং ২৩ জানুয়ারি বাদ জুমা সব মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, রাজশাহী কোর্ট চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি সহসভাপতি মাইনুল আহসান পান্না।
চাঁদপুর সংবাদদাতা জানান, চাঁদপুরে আগামী শনিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেয়া হয়। এ সময় বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।
পরে হরতালের সমর্থনে শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
আটক সব নেতাকর্মীকে মুক্তি দান ও দ্রুত নির্বাচনের দাবিতে চাঁদপুরে শনিবার বিএনপি এ হরতাল আহ্বান করেছে।

বাংলাদেশ সময়: ৯:০৭:১৮   ৩৬৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ