ছাত্রদলের হরতাল, বুধ-বৃহস্পতি ঢাকায়

Home Page » প্রথমপাতা » ছাত্রদলের হরতাল, বুধ-বৃহস্পতি ঢাকায়
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫



hortal_sm_656132571.jpgবঙ্গ-নিউজ: বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা জেলা ও মহানগরে হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।খিলগাও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি হত্যার প্রতিবাদে ছাত্রদল এই হরতাল ঘোষণা দিলো। এর ফলে তাদের মাদার অর্গানাইজেশন বিএনপি ঘোষিত কর্মসূচির সঙ্গে তাদের কর্মসূচিও অনেকটাই মিলে গেলো।

সোমবার রাতে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষে ঢাকা ও খুলনা বিভাগে হরতাল ঘোষণা করেন।

যদিও ছাত্রদলের হরতাল কেবল ঢাকা জেলা ও মহানগরে। কিন্তু বিএনপি ও ছাত্রদলের হরতালের সময় একই দাঁড়িয়েছে।

মঙ্গলবার বিকেলে ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী হরতাল দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান অবৈধ স্বৈরাচারী সরকার ক্ষমতা হারানোর ভয়ে ছাত্রদল নেতাদেরকে হত্যার হোলি খেলায় মেতে উঠেছে। স্বপ্ন দেখছে ক্ষমতা দীর্ঘায়িত করার।

ফ্যাসিস্ট সরকার ৭২ থেকে ৭৫ স‍ালের মত দেশ পরিচালনার স্বপ্ন দেখছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রক্ষী বাহিনীর কায়দার পরিচালনার চেষ্টা করছে।

সরকারের মনে রাখার দরকার দমন-পীড়ন আর হত্যার মাধ্যমে ক্ষমতাকে কথনোই দীর্ঘায়িত করা যায় না। অন্যায়ভাবে হত্যার শিকার কোন ছাত্রনেতার রক্ত বৃথা যেতে পারে না। ছাত্রদল অবশ্যই দেশবাসী ও ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে অন্যায় এসব হত্যাকান্ডের বিচারের ব্যবস্থা করবে।

বিবৃতিতে আরো বলা হয়, এখনো সময় আছে এসব হত্যাকান্ড বন্ধ করুন এবং যত দ্রুত সম্ভব পদত্যাগ করুন। অন্যথায় জনতার আদালতে করুণ পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত হোন।

বাংলাদেশ সময়: ২২:২৬:৫৩   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ