ঢাকা, খুলনা ও নড়াইলে ৪৮ এবং কুষ্টিয়া ও ঝিনাইদহে ৩৬ ঘণ্টা হরতাল

Home Page » জাতীয় » ঢাকা, খুলনা ও নড়াইলে ৪৮ এবং কুষ্টিয়া ও ঝিনাইদহে ৩৬ ঘণ্টা হরতাল
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫



hartal1_0.jpgবঙ্গ-নিউজ:আগামী বুধবার ও বৃহস্পতিবার রাজধানীসহ ঢাকা ও খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল আহবান করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সোমবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, বুধবার সকাল ৬টা থেকে ঢাকা ও খুলনা বিভাগে এ হরতাল চলবে। তিনি বলেন সারা দেশে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের হামলা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।
নড়াইল পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইমরুল কায়েসকে হত্যার প্রতিবাদে নড়াইলে বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল আহবান করেছে জেলা জামায়াত।
আজ সকাল ১১টায় নিহত ইমরুল কায়েসের নড়াইলের বাড়িতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে নিহত ইমরুল কায়েসের স্ত্রী বলেন, তার স্বামী নির্দোষ ছিলেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এদিকে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরে চার দফা দাবিতে ৩৬ ঘণ্টা হরতাল আহ্বান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রশাসনের নজিরবিহীন ব্যর্থতার কারণে গত দুই মাস ধরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। প্রশাসনিক ভবনকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অকার্যকর ও তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে।এতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুধু আবাসিক হল ও কাস-পরীা বন্ধ করেই ক্ষান্ত হয়নি, সাধারণ ছাত্রদের নামে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে ভাঙচুর করছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫৯   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ